মডেল টেস্ট পরীক্ষা-2022

/50
0

1 / 50

উদ্দীপকের টেবিল হতে যাদের GPA=5.00 তাদের নাম দেখতে SQL কমান্ড "SELECTNAME FROM এর পরের অংশ কোনটি?

2 / 50

RDBMS-এর বৈশিষ্ট্য হচ্ছে — [কু, বে, ২০১৬]
i. নানা ধরনের চাট ব্যবহার করা যায়।
ii. অবজেক্টের জন্য OL টাইপ ব্যবহার করা যায়
iii. অ্যাপ্লিকেশন প্রােগ্রাম তৈরি করা যায় ।
নিচের কোনটি সঠিক?

3 / 50

If শর্তটি বাদ দিলে ICT লেখাটি কতবার প্রদর্শিত হবে?

4 / 50

প্রােগ্রামটির আউটপুট কত?

5 / 50

সি প্রােগ্রামিং ভাষায় দুটি সংখ্যার তুলনা করার জন্য ব্যবহৃত একটি রিলেশনাল অপারেটর হলাে–

6 / 50

কোন ভাষায় হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চস্তরের ?

7 / 50

একটি পেজের সাথে অন্য পেজের সংযােগকে HTML ভাষায় কী বলে?

8 / 50

নিচের উদ্দীপকটি পড়---

Test

Bangladesh
Bangladesh
Bangladesh

প্রোগ্রামটি ব্রাউজারে যেভাবে প্রদর্শিত হবে ?

9 / 50

ওয়েব পেজের ঠিকানাকে কী বলা হয়?

10 / 50

pic-1.jpg নামের ইমেজটি ওয়েবপেজে প্রদর্শনের কোড–

11 / 50

নিচের উদ্দীপকটি পড়
মি কালাম তার ওয়েব পেজে ইমেজ সংযোগিত করলেন । কিন্তু কোনভাবেই ব্রাউজারে তার সংযােজিত ইমেজটি প্রদর্শিত হচ্ছে না ।

মি কলিম যে প্রকারের ট্যাগ ব্যবহার , সঙ্গতিপূর্ণ ট্যাগ কোনটি?

12 / 50

কোনাে বাইনারি সংখ্যার । এর পরিপূরকের সাথে । যােগ করে প্রাপ্ত সংখ্যাটি হবে মূল সংখ্যার--

13 / 50

বাইনারি যােগের ক্ষেত্রে, 1+ 1 =
i. 1, ক্যারি 1
ii. 2 ক্যারি 1
iii. 0, ক্যারি 1

নিচের কোনটি সঠিক?

14 / 50

(4 বিট) ইনপুট সিগন্যালের সমকক্ষ দশমিক মান কত?

15 / 50

কোনটি নিউমেরিক কোড?

16 / 50

কোন লজিক গেইটের ইনপুট এবং আউটপুট লাইন সমান থাকে?

17 / 50

যে গেটের সকল ইনপুট ০ হলে আউটপুট 1 হবে—
i. NAND
ii. NOR iii. OR
নিচের কোনটি সঠিক?

18 / 50

রেজিস্টার ব্যবহার করা হয়--
i. 0 ও 1 স্টোর করতে
ii. 0 ও 1 যোগ করতে
iii. Data Shift করতে

নিচের কোনটি সঠিক?

19 / 50

নিচের সত্যক সারণিটি কোন গেইট নির্দেশ করে?

20 / 50

প্রাচীনকালে মানুষ গণনাকার্য সম্পাদন করার জন্য যা ব্যবহার করতো ?
i. হাতের আঙুল
ii. নুড়ি পাথর
iii. রশির গিরা

নিচের কোনটি সঠিক?

21 / 50

সত্যক সারণিতে কোন গেইটের আউটপুট দেয়া আছে ?

22 / 50

হাফ অ্যাডারে যােগফল s এর মান 1 হবে--
i. A = 0, B = 1
ii. A = 1, B = 1
iii. A = 1, B = 0

নিচের কোনটি সঠিক?

23 / 50

বুলিয়ান যােগ, 0 + ১ = কত?

24 / 50

NAND গেইটের আউটপুটকে NOT গেইটের মধ্যে দিয়ে প্রবেশ করালে কোন গেইট পাওয়া যায়?

25 / 50

ASCI-৪ কোডে সংখ্যাসূচক বিট কতটি? [রা. বাে. ২০১৬]

26 / 50

নিচের কোন লজিক গেইটের আউটপুট ইনপুটের বিপরীত?

27 / 50

2's Complement এর নির্ণয়ের সূত্র নিম্নরূপ--

28 / 50

চিত্রে Y = কত?

29 / 50

নিচের অনুচ্ছেদটি পড়
ববি দিনের বেশিরভাগ সময়ই মােবাইল ফোনে গেমস খেলে এমনকি রাত জেগেও সে মােবাইল ফোন ব্যবহার করে।

ববির এ অভ্যাসকে কি বলে ?

30 / 50

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭ও৮ নং প্রশ্নের উত্তর দাওঃ
সমগ্র পৃথিবী এখন একটি গ্রামে পরিণত হয়েছে। এখন বিভিন্ন দেশের মানুষ খুব সহজেই একজন অন্য জনের সুখে দুঃখে পাশাপাশি ও প্রতিবেশীর মতো ভাব বিনিময় করছে। [য.২০১৭]
উদ্দীপকে কোন বিষয় সম্পর্ক বলা হয়েছে ?

31 / 50

ভিডিও কনফারেন্সিং পদ্ধতিতে ডাক্তারের কাছে পাওয়া রোগীর চিকিৎসাকে কী বলে ?

32 / 50

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ---

33 / 50

আঙুলের ছাপচিত্র তৈরিতে ফিঙ্গার প্রিন্ট মেশিন বিবেচনা করে--
i.আঙুলের রেখার বিন্যাস
ii. ত্বকের টিস্যু
iii.রক্তের গ্রুপ
নিচের কোনটি সঠিক?

34 / 50

ইন্টারনেটভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলোর জনপ্রিয়তা মূল কারণ হলো --
i. সময় সাশ্রয়
ii. অর্থ সাশ্রয়
iii. অডিও-ভিজ্যুয়াল প্রযুক্তি

নিচের কোনটি সঠিক ?

35 / 50

কোন উপাদানটি Global Village এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূূর্ণ ?
[য-17]

36 / 50

তথ্য ও প্রযুক্তির অবদান হলো--

i. তথ্যের সহজ প্রাপ্যতা
ii. মানবসম্পদের উন্নয়ন ঘটানো
iii. ব্যাবসায় বাণিজ্যে লাভজনক প্রক্রিয়া সৃষ্টি

37 / 50

উদ্দীপকের আলোতে
পীরগঞ্জ উপজেলা সদরের ডায়াবেটিস হাসপাতালে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যেমে ঢাকার বিশেষ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসাসেবা দেওয়া হয় ।

চিকিৎসাসেবা প্রদানের এ পদ্ধতিকে কি বলে ?

38 / 50

চাকুরিজীবীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ, কারণ এ পদ্ধতিতে --
i.কর্মদক্ষতা বৃদ্ধি পায়
ii. অতিরিক্ত উপার্জন করা যায়
iii. সময়ের সাশ্রয় হয়

নিজের কোনটি সঠিক ?

39 / 50

Khanacademy.org নামক ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা কে ?

40 / 50

সেলুলার ফোনে কোন টপােলজি ব্যবহৃত হয়? [ব.বা. ২০১৯]

41 / 50

গ্রুপ SMS প্রদান হলাে---

42 / 50

নিচের কোন বৈশিষ্ট্যটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে প্রযােজ্য?

43 / 50

সাবমেরিন ক্যাবল ব্যবহৃত হয়--

44 / 50

ছােট আকারের নেটওয়ার্কে বাস টপোলজির ব্যবহার ---

i. খুব সহজ, সাশ্রয়ী, বিশ্বস্ত
ii. খুব কঠিন, ব্যয়বহুল
iii. খুব সহজ, ব্যয়বহুল, অবিশ্বস্ত।

নিচের কোনটি সঠিক?

45 / 50

নিচের উদ্দীপকটি পড়
মনিমার কলেজটি ৩ তলা তাদের কম্পিউটার শিক্ষক সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন তলায় অবস্থিত তাদের সকল কম্পিউটার একই
নেটওয়ার্কের আওতায় আনবেন।

নেটওয়ার্ক চালু হলে মনিমারা যে সুবিধা পাবে- [দি.বাে, ২০১৭]

i. সবাই সফটওয়ারসমূহ ব্যবহার করতে পারবে।
ii. সকল কম্পিউটারের কাজের মধ্যে সমন্বয় করতে পারবে।
iii. এক কম্পিউটারের ডিভাইস অন্য কম্পিউটারে স্থানান্তর করতে পারবে।

নিচের কোনটি সঠিক?

46 / 50

5 কিলােবাইট ডেটা আদান-প্রদানের ক্ষেত্রে অসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত? [চ.বো, ২০১৭]

47 / 50

কোনটি একমুখী ডেটা প্রবাহ?

48 / 50

ভিন্ন ভিন্ন প্রটোকলের একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করতে কোন ডিভাইস ব্যবহৃত হয়?

49 / 50

তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে ধাতব তার মাধ্যমে কী পাঠানাে হয়?

50 / 50

কোন নেটওয়ার্ক সিস্টেমের ব্যাপ্তি কয়েক মিটারের মধ্যে সীমাবদ্ধ--

Your score is

The average score is 0%

0%

Previous articleকুইজ-08 (176 থেকে 200 ) (৫ম অধ্যায়) প্রোগ্রামিং ভাষা
Next articleকুইজ-01 (৬ষ্ঠ অধ্যায়) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (Database Management System)