মডেল টেস্ট-08 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । 0% 77 মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । NameEmailPhone Number 1 / 25 1. নিচের উদ্দীপক অনুসারেএকটি ওয়েবসাইটের ৪ নম্বর পেজে 300x300 সাইজের pic.jpg নামের একটি ছবি সংযুক্ত রয়েছে। তবে সমস্যা হলাে এক পেজ হতে অন্য পেজে যাওয়া যাচ্ছে না।সাইটটির সমস্যা সমাধানে প্রয়ােজনীয় ট্যাগ— a. <b>........</br> b. <i>..........</i> c. <a>...........</a> d. <li>..•••• </li> 2 / 25 2. ISP এর পূর্ণ নাম কী? [দি.বাে-১৭] a. Internet Super Power b. Internet Server Provider c. Internet Server Programme d. Internet Service Provider 3 / 25 3. নিচের উদ্দীপকটি পড়–সারিকা তৈরিকৃত ওয়েবপেজে একটি নতুন ফলে তার পেজটি আরও দৃষ্টিনন্দন হলাে। সারিকা যে ট্যাগ ব্যবহার করে ছবি যুক্ত প্রকারভেদের সাথে নিচের কোন ট্যাগের মিল|সারিকা যে ছবিটি সংযুক্ত করেছে, তা হতে পারে,i. jpgii. bmpiii. pngনিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. i c. i ও ii d. i ও iii 4 / 25 4. HTTP- এর পূর্ণরূপ কী ? a. Higher Transfer Text Protocol b. Hyper Text Transfer Protocol c. Hyper Text Transfer Protocol d. Hyper Transfer Text Protocol 5 / 25 5. ২০১৮ সালে গার্মেন্টস শিল্প থেকে রপ্তানি বাণিজ্যের পরিমাণ কত? a. ৪০.০০ বিলিয়ন ডলার b. ৪০.৭৮ বিলিয়ন ডলার c. ২৮.৬৬ বিলিয়ন ডলার d. ৩৬.৬৭ বিলিয়ন ডলার 6 / 25 6. উদ্দীপকে উল্লিখিত ধান বীজের জিনে---i. লম্বা বৈশিষ্ট্যের ধান গাছের ডিএনএ সংযুক্ত করাii. উচ্চ ফলনশীলতার বৈশিষ্ট্য সংযুক্ত করা হয়েছেiii. ডুবে না যাবার বৈশিষ্ট্য সংযুক্ত করা হয়েছে। নিচের কোনটি সঠিক? a. i ও iii b. i,ii ও iii c. ii ও iii d. i ও ii 7 / 25 7. উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিগুলাের মধ্যে নির্ভুলভাবে কর্মকর্তাদেরদাবি পূরণে কোনটি সবচেয়ে বেশি কার্যকর? [চ, বাে, ২০১৬] a. ফিঙ্গার প্রিন্ট b. ফেইস রিকগনিশন c. আইরিস ও রেটিনা স্ক্যান d. হ্যান্ড জিওমেট্রি 8 / 25 8. উৎপাদনশীলতা বৃদ্ধিতে নিচের কোনটি ব্যবহার করা হয়? a. CAD b. PAL c. CAM d. PLC 9 / 25 9. একই সাথে উভয় প্লে দিয়ে ডেটা স্থানান্তর পদ্ধতিকে কী বলে? a. ফুল-ডুপ্লেক্স b. সিমপ্লেক্স c. হাফ -ডুপ্লেক্স d. মাল্টিকাস্ট 10 / 25 10. কোনটি কো-এক্সিয়াল ক্যাবলের তারকে ঘিরে জড়ানো থাকে ? a. ফোমের ইন্সুলেশন b. নাইলনের সুতার জাল c. প্লাস্টিকের ফোমের ইন্সুলেশন d. প্লাস্টিকের আবরণ 11 / 25 11. উদ্দীপকের আলোতেমােহনা লক্ষ করল, তাদের এলাকার সবচেয়ে উঁচু দালানগুলাের ওপর বিভিন্ন মােবাইল কোম্পানির টাওয়ার বসানাে আছে। এমনকি খোলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলাে বসানাে, যাদের মাঝখানে কোনাে বাধা নেই। একটি দালানের ওপর কিছুযন্ত্রপাতিসহ একটি এন্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে।উদ্দীপকের উঁচু টাওয়ারগুলাে কোন ধরনের মিডিয়া ব্যবহার করে? a. টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ b. রেডিও ওয়েভ c. ইনফ্রারেড d. স্যাটেলাইট মাইক্রোওয়েভ 12 / 25 12. শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরনের ক্যাজ ব্যবহার করা হয়? a. অপটিক ফাইবার b. টুইস্টেড c. থিকনেট d. কো-এক্সিয়াল 13 / 25 13. কোনটি মােবাইল ফোন নেটওয়ার্কের জন্য অপরিহার্য? a. আইসােক্রোনাস ট্রান্স b. সিরিয়াল ট্রান্সমিশন c. অসিনক্রোনাস ট্রান্সমিশন d. সিনক্রোনাস ট্রান্সমিশন 14 / 25 14. একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক ব্যবস্থাকে কী বলে? [রা, বাে, ২০১৬] a. WAN b. PAN c. MAN d. LAN 15 / 25 15. সি প্রােগ্রামিং-এ কোন স্টেটমেন্টটি নির্বাহযােগ্য নয়? a. #include b. main() c. printf(); d. /*its a program*/ 16 / 25 16. নিচের উদ্দীপকটি পড়একটি ডেটাবেজে দুইশত ছাত্রের তথ্য সংরক্ষিত আছে। প্রতিটি ছাত্রের নাম, রােল নম্বর, জন্ম তারিখ ও জিপিএ সংবলিত ৪টি করে ফিল্ড আছে।রােল নম্বর ফিল্ডটি হতে পারে –i. Text typeii. Numeric typeiii. Logicalনিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. i c. ii d. i ও iii 17 / 25 17. একজন শিক্ষার্থীর বায়ােডাটাতে Photograph কোন ধরনের ডেটা--- [কু, বাে, ২০১৯] a. Number b. Hyperlink c. OLE Object d. Memo 18 / 25 18. কোনটি সর্বাধিক ব্যবহৃত অবাণিজ্যিক RDBMS সফটওয়্যার? a. MS Access b. DB-2 c. MYSQL d. SQL Server 19 / 25 19. xy + x y = কত? a. x ⊕ y b. x+y c. x-y d. x y 20 / 25 20. লজিক্যাল XOR-এর জন্য কোনটি সঠিক? a. 0+1=0 b. 0+1=1 c. 0+0=1 d. 1+1=0 21 / 25 21. 2BAD.8C কোন ধরনের সংখ্যা? (দি, বাে, ২০১৯) a. হেক্সাডেসিমাল b. বাইনারি c. অকটাল d. দশমিক 22 / 25 22. কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ছিল? a. চীনা সংখ্যা পদ্ধতি b. কোনােটিই নয় c. মিশরীয় সংখ্যা পদ্ধতি d. সুমেরীয় ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি 23 / 25 23. (11011.10111)₂ এর সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যা কত? [সি. বাে. ২০১৯] a. 1B.DC b. D8.DC c. D8.37 d. B.37 24 / 25 24. চিত্রটি লক্ষ কর--আউটপুট F এর মান কোনটি? a. A+B+C b. ABC c. A⊕B⊕C d. ABD 25 / 25 25. চিত্রে 'x' চিহ্নিত গেইট পরিবর্তন করে কোন গেইট বসালে আউটপুট ABC হবে? a. NOR b. NAND c. XNOR d. XOR Your score isThe average score is 38% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz Share this:FacebookX