মডেল টেস্ট-08 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. নিচের উদ্দীপক অনুসারে
একটি ওয়েবসাইটের ৪ নম্বর পেজে 300x300 সাইজের pic.jpg নামের একটি ছবি সংযুক্ত রয়েছে। তবে সমস্যা হলাে এক পেজ হতে অন্য পেজে যাওয়া যাচ্ছে না।
সাইটটির সমস্যা সমাধানে প্রয়ােজনীয় ট্যাগ—

2 / 25

2. ISP এর পূর্ণ নাম কী? [দি.বাে-১৭]

3 / 25

3. নিচের উদ্দীপকটি পড়–

সারিকা তৈরিকৃত ওয়েবপেজে একটি নতুন ফলে তার পেজটি আরও দৃষ্টিনন্দন হলাে। সারিকা যে ট্যাগ ব্যবহার করে ছবি যুক্ত প্রকারভেদের সাথে নিচের কোন ট্যাগের মিল|
সারিকা যে ছবিটি সংযুক্ত করেছে, তা হতে পারে,
i. jpg
ii. bmp
iii. png
নিচের কোনটি সঠিক?

4 / 25

4. HTTP- এর পূর্ণরূপ কী ?

5 / 25

5. ২০১৮ সালে গার্মেন্টস শিল্প থেকে রপ্তানি বাণিজ্যের পরিমাণ কত?

6 / 25

6. উদ্দীপকে উল্লিখিত ধান বীজের জিনে---

i. লম্বা বৈশিষ্ট্যের ধান গাছের ডিএনএ সংযুক্ত করা
ii. উচ্চ ফলনশীলতার বৈশিষ্ট্য সংযুক্ত করা হয়েছে
iii. ডুবে না যাবার বৈশিষ্ট্য সংযুক্ত করা হয়েছে।

নিচের কোনটি সঠিক?

7 / 25

7. উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিগুলাের মধ্যে নির্ভুলভাবে কর্মকর্তাদের
দাবি পূরণে কোনটি সবচেয়ে বেশি কার্যকর? [চ, বাে, ২০১৬]

8 / 25

8. উৎপাদনশীলতা বৃদ্ধিতে নিচের কোনটি ব্যবহার করা হয়?

9 / 25

9. একই সাথে উভয় প্লে দিয়ে ডেটা স্থানান্তর পদ্ধতিকে কী বলে?

10 / 25

10. কোনটি কো-এক্সিয়াল ক্যাবলের তারকে ঘিরে জড়ানো থাকে ?

11 / 25

11. উদ্দীপকের আলোতে
মােহনা লক্ষ করল, তাদের এলাকার সবচেয়ে উঁচু দালানগুলাের ওপর বিভিন্ন মােবাইল কোম্পানির টাওয়ার বসানাে আছে। এমনকি খোলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলাে বসানাে, যাদের মাঝখানে কোনাে বাধা নেই। একটি দালানের ওপর কিছু
যন্ত্রপাতিসহ একটি এন্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে।

উদ্দীপকের উঁচু টাওয়ারগুলাে কোন ধরনের মিডিয়া ব্যবহার করে?

12 / 25

12. শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরনের ক্যাজ ব্যবহার করা হয়?

13 / 25

13. কোনটি মােবাইল ফোন নেটওয়ার্কের জন্য অপরিহার্য?

14 / 25

14. একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক ব্যবস্থাকে কী বলে? [রা, বাে, ২০১৬]

15 / 25

15. সি প্রােগ্রামিং-এ কোন স্টেটমেন্টটি নির্বাহযােগ্য নয়?

16 / 25

16. নিচের উদ্দীপকটি পড়
একটি ডেটাবেজে দুইশত ছাত্রের তথ্য সংরক্ষিত আছে। প্রতিটি ছাত্রের নাম, রােল নম্বর, জন্ম তারিখ ও জিপিএ সংবলিত ৪টি করে ফিল্ড আছে।

রােল নম্বর ফিল্ডটি হতে পারে –
i. Text type
ii. Numeric type
iii. Logical
নিচের কোনটি সঠিক?

17 / 25

17. একজন শিক্ষার্থীর বায়ােডাটাতে Photograph কোন ধরনের ডেটা--- [কু, বাে, ২০১৯]

18 / 25

18. কোনটি সর্বাধিক ব্যবহৃত অবাণিজ্যিক RDBMS সফটওয়্যার?

19 / 25

19. xy + x y = কত?

20 / 25

20. লজিক্যাল XOR-এর জন্য কোনটি সঠিক?

21 / 25

21. 2BAD.8C কোন ধরনের সংখ্যা? (দি, বাে, ২০১৯)

22 / 25

22. কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ছিল?

23 / 25

23. (11011.10111)₂ এর সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যা কত? [সি. বাে. ২০১৯]

24 / 25

24. চিত্রটি লক্ষ কর--
আউটপুট F এর মান কোনটি?

25 / 25

25. চিত্রে 'x' চিহ্নিত গেইট পরিবর্তন করে কোন গেইট বসালে আউটপুট ABC হবে?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-07 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-09 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।