মডেল টেস্ট-08 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । 0% 77 মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । NameEmailPhone Number 1 / 25 1. ওয়াইম্যাক্স হলাে—i. এক ধরনের তারবিহীন নেটওয়ার্কii. বিনা তারে ব্রডব্যান্ড সেবা দেবার প্রযুক্তিiii. একাধিক ডিজিটাল ডিভাইসে ডেটা স্থানান্তরের প্রযুক্তি নিচের কোনটি সঠিক? a. i ও ii b. i ও iii c. iii d. i,ii ও iii 2 / 25 2. ভিডিও কনফারেন্সিং-এ ব্যবহৃত ডেটাট্রান্সমিশন মােড় হলাে—- a. ইউনিকাস্ট b. ব্রডকাস্ট c. সিমপ্লেক্স d. মাল্টিকাস্ট 3 / 25 3. কোন সময় রােমিং সিস্টেম চালু হয়? a. ১৯৪০-১৯৯০ b. ২০০০-২০১০ c. ২০০১-২০০৮ d. ১৯৯১-২০০০ 4 / 25 4. ডেটা ট্রান্সমিশনের একককে নিচের কোনটি দ্বারা হিসেব করা হয়? a. Mbps b. bps c. Kbps d. spb 5 / 25 5. c প্রােগ্রামিং ভাষার জন্য কোন অনুবাদক প্রােগ্রাম ব্যবহৃত হয় ?১. কম্পাইলার২. ইন্টারপিটার৩. অ্যাসেম্বলার a. ১ও৩ b. ২ও৩ c. ১,২ও৩ d. ১ 6 / 25 6. সি প্রােগ্রামিং ভাষায় দুটি সংখ্যার তুলনা করার জন্য ব্যবহৃত একটি রিলেশনাল অপারেটর হলাে– a. < b. =! c. =? d. => 7 / 25 7. যে কোনাে প্রােগ্রাম রচনার জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে – .i.সমস্যা নির্ধারণ ও বিশ্লেষণii. অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরিiii. প্রােগ্রাম কোডিং ডিবাগিংনিচের কোনটি সঠিক? a. i b. iii c. i ও ii d. i,ii ও iii 8 / 25 8. মেশিন ভাষার প্রােগ্রাম—[চ. বাে-১৬]i. সরাসরি ও দ্রুত কার্যকর হয়ii. কম্পিউটার সংগঠন বর্ণনা করেiii. লেখা সহজ ও সাধারণের ব্যবহার উপযােগীনিচের কোনটি সঠিক? a. i ও ii b. i ও iii c. ii ও iii d. i,ii ও iii 9 / 25 9. নিচের উদ্দীপকটি পড়#includemain (){int a = 3, b;b = 2* a; printf("%d", b);}i. b = a ++:ii. b = a -;iii. b+ = a;নিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. i ও ii c. ii ও iii d. i 10 / 25 10. নিচের কোনটি ব্যাবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বগ্রাম ধারণার প্রভাবের প্রকৃষ্ট উদাহরণ হতে পারে ? a. ই - লার্নিং b. অনলাইন শপিং c. ই - ট্র্যাকিং d. ই -মেইল 11 / 25 11. অফিসের যাবতীয় কার্যক্রমকে স্বয়ংক্রিয় করাকে কি বলে ? a. টেলিকমিনিকেশন b. ডিজিটালাইজেশন c. ওয়ান-স্টপ সাপোর্ট d. অটোমেশন 12 / 25 12. ক্রায়ােসার্জারি আধুনিক ও উন্নত হয়ে ওঠে--i. তরল নাইট্রোজেন ব্যবহারের ফলেii. তরল হাইড্রোজেন ব্যবহারের ফলেiii. বিভিন্ন ক্রায়ােজনিক এজেন্ট ব্যবহারের ফলে। নিচের কোনটি সঠিক? a. ii ও iii b. i c. i, ii ও iii d. i ও iii 13 / 25 13. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে কোনটির অবদান সবচেয়ে বেশি ? a. কম্পিউটার b. টেলিভিশন c. টেলিফোন d. রেডিও 14 / 25 14. কম্পিউটার নিয়ন্ত্রিত রােবটের সাহায্যে বড় বড় কারখানা কর হয়--i. পরিশ্রমসাধ্য কাজii. সহজ কাজiii. বিপজ্জনক কাজ নিচের কোনটি সঠিক ? a. i ও ii b. i ও iii c. i ও iii d. i, ii ও iii 15 / 25 15. নিচের কোনটি meta এলিমেন্টের অ্যাট্রিবিউট? a. charset b. lang c. utf d. char 16 / 25 16. সত্যক সারণি কোনো গেটকে প্রতিনিধিত্ব করে ? a. XOR b. NAND c. AND d. OR 17 / 25 17. (3D)₁₆ ও (AB)₁₆ এর যােগফল কত? a. (ED)₁₆ b. (F9)₁₆ c. (E8)₁₆ d. (AA)₁₆ 18 / 25 18. শুধুমাত্র IBM ও IBM সমকক্ষ কম্পিউটারে ব্যবহৃত হয় কোন কোড? a. BCD b. ASCII c. Unicode d. EBCDIC 19 / 25 19. (72)₁₀ এর BCD কোড কোনটি? a. (111001) BCD b. (01110010) BCD c. (111010) BCD d. (11110) BCD 20 / 25 20. A+ BC = (A + B) (A + C) উপপাদ্যটি হলাে- [ব. বাে, ২০১৭] a. অনুষঙ্গ b. বিনিময় c. মৌলিক d. বিভাজন 21 / 25 21. BABA সংখ্যাটির সমতুল্য দশমিক সংখ্যা কত? a. 47802 b. 47792 c. 47616 d. 47626 22 / 25 22. বুলিয়ান Unit অনুযায়ী কোনটি সঠিক? a. x + x‾ = 1 b. x+x = 0 c. x+ x = 0 d. x x = 0 23 / 25 23. নিচের সত্যক সারণিটি কোন গেইট নির্দেশ করে? a. OR b. AND c. NOT d. NOR 24 / 25 24. ওয়েব সাইটে ব্যবহারের জন্য ইউনিকোডের অলিখিত পদ্ধতি কোনটি? a. UTF8 b. UT c. UTF16 d. TF9 25 / 25 25. ASCII কোড প্রাথমিকভাবে কোথায় ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল? a. টেলিপ্রিন্টারে b. সবগুলো c. কম্পিউটারে d. ক্যালকুলেটরে Your score isThe average score is 38% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz Share this:FacebookX