মডেল টেস্ট-08 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. রােবটিক্স কী? [কু. বাে. ২০১৬]

2 / 25

2. ব্যবহৃত চিকিৎসা পদ্ধতিতে-- [ব, বো, ২০১৬]
i. চিকিৎসা ব্যয় তুলনামূলকভাবে কম।
ii. অপারেশনের ধকল সহ্য করতে হয় না।
iii. আশেপাশের কোষের ক্ষতি হয় না।

নিচের কোনটি সঠিক?

3 / 25

3. মানুষের শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযােগ্য হলাে—
i. চোখের মণি।
ii. আঙুলের ছাপ
iii. DNA
নিচের কোনটি সঠিক ?

4 / 25

4. ইন্টারনেটভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলোর কুফল হলো --
i. অতি নির্ভরতা
ii. জটিল ব্যবহারবিধি
iii. আসক্তি

নিচের কোনটি সঠিক ?

5 / 25

5. কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি ? [চ.বো.২০১৭]

6 / 25

6. কোনটি বায়ােইনফরমেটিক্স-এর মূল উদ্দেশ্য--

7 / 25

7. যোগাযোগ ব্যাবস্থাকে কয়ভাগে ভাগ করা যায় ?

8 / 25

8. উদ্দীপকটি পড়
নিরব নতুন ওয়েব ডেভেলপার সে HTML ব্যবহার করে ওয়েবপেজ তৈরি করে এবং হাইপারলিংকের কাজ করে।

নিরব উদ্দীপকের কাজ করতে নিচের কোন ট্যাগটি ব্যবহার করে?

9 / 25

9. কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানাক্ষরিত হয়-- [য,বাে, ২০১৯]

10 / 25

10. ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার ?

11 / 25

11. কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব?

12 / 25

12. অপটিক্যাল ফাইবার বাঁকা করলে লস হতে পারে বলে ফাইবার ক্যাপলের ভিতর কি দেওয়া থাকে ?

13 / 25

13. একটি কেন্দ্রীয় হাব দ্বারা কোন টপােলজি সংযুক্ত থাকে? [দি, বাে, ২০১৬]

14 / 25

14. উদ্দিপকের আলোতে
কম্পিউটার শিক্ষক জনাব সফিক স্যার বাের্ডে (77)₈ সংখ্যা লিখলেন

উদ্দীপকের সংখ্যাটির পরবর্তী সংখ্যা কোনটি? [য, বাে, ২০১৭]

15 / 25

15. 16 ভিত্তিক সংখ্যায় ইংরেজি বর্ণমালার কয়টি প্রতীক রয়েছে?

16 / 25

16. প্যারিটি বিটযুক্ত কোড কত বিটের? [ঢা. বাে, ২০১৭]

17 / 25

17. (A0)₁₆ এর সমতুল্য বাইনারি মান কত?

18 / 25

18. NAND গেটের আউটপুট কোনটির আউটপুটের বিপরীত ?

19 / 25

19. সত্যক সারণির কাজ কোনটি?

20 / 25

20. নিচের উদ্দীপকটি পড়—
প্রােগ্রামার ইকবালকে তার কোম্পানির সিস্টেম এনালিস্ট হাসান চিত্রের মাধ্যমে একটি প্রােগ্রাম কীভাবে রচনা করা হবে তা দেখিয়ে দিল। ইকবাল এর আলােকে প্রােগ্রাম রচনা শুরু করল।
উদ্দীপকে উল্লিখিত বিষয়টির বৈশিষ্ট্য হলাে–

i. জ্যামিতিক বা সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রােগ্রামের পরিকল্পনা
ii. প্রােগ্রাম প্রবাহের দিক অনুধাবন করা যায়
iii. ধাপে ধাপে সমস্যা সমাধান করার পদ্ধতি
নিচের কোনটি সঠিক?

21 / 25

21. নিচের উদ্দীপক অনুসারে
#include
'main (){ int a, s=0;
for(a = 1; a <= 5; a ++)
S = S + a; print f ("%d", s);
}

for (i=1; i <= 5;i++)
{if(i ==3) continue;
printf ("HSC Exam");
উদ্দীপকের প্রােগ্রামটিতে "HSC Exam" কতবার প্রদর্শিত হবে?

22 / 25

22. কোন ভাষায় হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চস্তরের ?

23 / 25

23. C প্রোগ্রামের কাঠামাে সিকুয়েন্স কোনটি? [ঢা. বাে-১৭].

24 / 25

24. নিচের উদ্দীপকটি পড়–
#include
#include
void main (){
int. n, i. s;
scanf (%d", & n);
S = 0. for(i=1; i<= n, i++);
S = S +i, printf (“%d”, s);
getch ();
}

10 সংখ্যাটি ঠিক রেখে ফলাফল 385 পেতে লুপ স্টেটমেন্টে কী ধরনের পরিবর্তন করতে হবে?

25 / 25

25. নিচের উদ্দীপকটি পড়
#include
#include
main ()
int a, b, c;
printf ("Enter Value;");
scanf (%d%d", &a,&b);
c=a + b; printf ("\nc=%d",c);
getch 0;
}

উদ্দীপকে প্রাপ্ত আউটপুটে
i. c এর মান প্রদর্শন করবে।
ii. যােগফল প্রদর্শন করবে।
iii. a ও b এর মান প্রদর্শন করবে
নিচের কোনটি সঠিক?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-07 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-09 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।