সরকারি তোলারাম কলেজ,নারায়ণগঞ্জ, এইচ এস সি পরীক্ষা ২০১৬ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।

১. অ্যারে, ফাংশন, পয়েন্টার কোন ডেটা টাইপের অন্তর্ভুক্ত-
২. বুলিয়ান যোগে A + A = কত?
৩. কাকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়?

৪. RDBMS ব্যবহৃত হয়-

i. শিক্ষাক্ষেত্রে

ii. ব্যবসা ক্ষেত্রে

iii. তথ্য অনুসন্ধানে

নিচের কোনটি সঠিক?

৫. HTML ফাইল তৈরি হয়-

i. ট্যাগ

ii. এলিমেন্ট

iii. অ্যাট্রিবিউট

নিচের কোনটি সঠিক?

৬. কোন গেইটের সকল ইনপুট ১ হলেই আউটপুট কেবলমাত্র ১ হয়-

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :

ঢাকার বাণিজ্যিক এলাকায় তাহের সাহেবের অফিস। ব্যবসায়িক কাজের জন্য দেশ-বিদেশের বিভিন্ন কোম্পানি ও গ্রাহকদের সাথে তাকে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হয়। কাজের সুবিধার্থে তিনি অফিসের সকল বিভাগকে নেটওয়ার্কভুক্ত করেছেন এবং ইন্টারনেটের মাধ্যমে সহজেই গ্রাহকদের সাথে যোগাযোগ রক্ষা করেন।

৭. তাহের সাহেব অফিসের কম্পিউটারগুলো কোন ধরনের নেটওয়ার্কে যুক্ত করেছেন বলে তুমি মনে কর ?

৮. নিচের কোনটিকে নেটওয়ার্কের আর্কিটেকচার বা সংগঠন হিসেবে অভিহিত করা হয়?
৯. বাইনারি সংখ্যা ১০১১০০১ এর ২ এর পুরক মান-

নিচের অনুচ্ছেদটি পড়ে ১০নং প্রশ্নের উত্তর দাও :

নিশুর কলেজের অধ্যক্ষ সিদ্ধান্ত গ্রহণ করলেন যে, তারা এমনভাবেএকটি কম্পিউটার ল্যাব তৈরি করবেন যাতে কম্পিউটারগুলির মধ্যেনেটওয়ার্ক তৈরি করা হয় এবং তিনি বললেন যে, একটি বা দুটিকম্পিউটার নষ্ট হলেও যাতে কম্পিউটার ল্যাবের কার্যক্রম ব্যাহত না হয়।

১০. নিশু কলেজের জন্য যে পদ্ধতিটি সবচেয়ে বেশি কার্যকর-

i. রিং টপোলজি

ii. হাইব্রিড টপোলজি

iii. স্টার টপোলজি

নিচের কোনটি সঠিক?

১১. অবজেক্ট রিলেশনাল মডেলের বৈশিষ্ট্যগুলি হল-

i. স্টান্ডাইজেশন আছে

ii. তথ্যর সম্পর্ক ও আচরণ উভয় থাকে

iii. ব্যবহার উপযোগী এসকিওএল (SQL) আছে

নিচের কোনটি সঠিক?

১২. নিচের কোনটি কম্পাইলার?

১৩. ডেটাবেজ থেকে নির্দিষ্ট কোনো তথ্য খুঁজে বের করার জন্য কোনটি সুবিধাজনক?

i. সটিং

ii. কুয়েরি

iii. রিপোর্ট

নিচের কোনটি সঠিক?

১৪. (১১০১১১১০.১)২-এর হেক্সাডেসিমাল রূপান্তর হলো-
১৫. ডেটা বিভিন্ন ভাষার কী?
১৬. নিচের যুক্তি বর্তনীটির আউটপুট কোন লজিক নির্দেশ করে?

উপরিউক্ত বর্তনীয় আউটপুট হবে-

i. A+B

ii. AB+AB

iii. A+B

নিচের কোনটি সঠিক?

১৮. কোনটি (৭৬৫)১০ এর সমতুল্য BCD কোড?

১৯. প্রথমে ঢুকলে যে পেজটি প্রদর্শিত হয় তা হলো-

i. হোম পেজ

ii. ফার্স্ট পেজ

iii. নাইস পেজ

নিচের কোনটি সঠিক?

২০. কত bps পর্যন্ত ন্যারোব্যান্ড হয়ে থাকে?
২১. কোন ব্যান্ডটির অধিক ব্যবহার টেলিফোনের ক্ষেত্রে লক্ষ করা যায়?

২৩. ওয়েবে সাপোর্ট করে-

i. GIF

ii. JPEG

iii.BMP

নিচের কোনটি সঠিক?

ক. i

খ. i ও ii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

২৪. নতুন প্যারাগ্রাফ ব্যতীত একটি নতুন লাইন লেখার জন্য ব্যবহার করা হয়-

২৫. RDBMS ব্যবহৃত হয়-

i. শিক্ষাক্ষেত্রে

ii. ব্যবসাক্ষেত্রে

iii. তথ্য অনুসন্ধানে

নিচের কোনটি সঠিক?

সরকারি তোলারাম কলেজ,নারায়ণগঞ্জ, এইচ এস সি পরীক্ষা ২০১৬ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}
Previous articleটঙ্গী সরকারি কলেজ,গাজীপুর, এইচ এস সি পরীক্ষা ২০১৬ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।
Next articleনরসিংদী সরকারি কলেজ,নরসিংদী, এইচ এস সি পরীক্ষা ২০১৬ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।