নিচের উদ্দীপকের আলোকে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও:হাবীব সাহেব একজন সফল ব্যাবসায়ী। তিনি তাঁর ব্যবসা বাণিজ্যকম্পিউটার নেটওয়ার্কে আওতায় ইলেকট্রনিক ব্যবসায় কেনাবেচা করেন।
৩. হাবীব সাহেবের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে গৃহীত পদ্ধতিতে প্রয়োজন হয়-
i. ক্রেডিট কার্ড বহন করা
ii. ডেবিট কার্ড বহন করা
iii. নগদ টাকা-পয়সা বহন করা
নিচের কোনটি সঠিক ?
নিচের চিত্রটি লক্ষ কর এবং ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও :
৮. উদ্দীপকের চিত্রটি কোন ধরনের টপোলজি নির্দেশ করে?
৯. উদ্দীপকের HUB টি নষ্ট হলে নেটওয়ার্কের কোন
কম্পিউটারগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে?
i. ১, ২, ৩
ii. ৪, ৫, ৬, ৭
iii. ৮, ১৬
নিচের কোনটি সঠিক?
(127)10=(X)8 হলে X=?
A,B,C তিনটি ইনপুট হলে ফুল অ্যাডারের Sum এর আউটপুট হবে?
i.ABC+ABC+ABC+ABC
ii.ABC+ABC+ABC+ABC
iii.A+B+C
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড় এবং ১৫ নং প্রশ্নের উত্তর দাও:
<html> <body> <h1>ICT</h5> </html> |
প্রাপ্ত আউটপুট কী দেখাবে?
১৬. বাংলা ওয়েব সাইট তৈরি করার জন্য প্রয়োজন-
i. ইউনিকোড বাংলা টাইপিংয়ের
ii. ওয়েব পেইজ সংরক্ষণের সময় লক্ষ রাখতে হবে যেন এনকোডিং unicode এ নির্বাচন করা
iii. CSS ব্যবহার করা
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড় এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
page1 -page 2- pag3
page4-page5
উদ্দীপকে চিত্রটি ওয়েবসাইটের কোন কাঠামোর সাথে মিল রয়েছে?
১৮. Page-4,Page-5 কে page-2 সাথে যুক্ত করলে-
i. ওয়েবসাইটের কাঠামো পরিবর্তিত হবে
ii. নতুন করে ঐঞগখ কোড লিখতে হবে
iii. মেমোরি স্পেস কম লাগবে
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড় এবং ১৯ নং প্রশ্নের উত্তর দাও:
ট্যাগ |
<u>........</u> |
<big>.....</big> |
<p>........</p> |
সারণির ট্যাগগুলো কিসের সাথে সম্পর্কিত?
২০. html এর কাজ হচ্ছে-
i. ওয়েবে তথ্য উপস্থাপন
ii. ওয়েবসাইট তৈরি করা
iii. ইন্টারনেট
নিচের কোনটি সঠিক?
H20 এর HTML Code কোনটি?
নিচের উদ্দীপকটি পড় এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও
আরিফ সাহেব পলাশ কলেজের একজন নতুন প্রজন্মের প্রভাষক হিসেবে নিযুক্ত হয়েছেন। তার নাম, শিক্ষক আইডি, ঠিকানাসহ অন্যান্য তথ্যসমূহ ১টি ফাইলে সংরক্ষণ করা হয়েছে।
২৪. আরিফ সাহেবের ব্যক্তিগত ও চাকরি সংক্রান্ত তথ্যসমূহ কম্পিউটারের কোন ব্যবস্থার মাধ্যমে মজুদ রাখা হয়েছে?
২৫. আরিফ সাহেবের নাম, শিক্ষক আইডি, ঠিকানা এগুলোকে বলা হয়-
i. ট্যাবল
ii. অ্যাট্রিবিউট
iii. ফিল্ড
নিচের কোনটি সঠিক?