মডেল টেস্ট-08 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. বিশ্বের কোন দেশে প্রথম 3G প্রযুক্তি চালু হয়?

2 / 25

2. কম্পিউটার নেটওয়ার্কিং-এর জন্য কয় ধরনের টপােলজি ব্যবহার করা হয়? [চ, বাে, ২০১৬]

3 / 25

3. শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরনের ক্যাজ ব্যবহার করা হয়?

4 / 25

4. উদ্দীপকের আলােকে
সামিহা তার কম্পিউটারে অনেক নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। পরে সে এমন এক সার্ভিস গ্রহণ করলাে, যা দ্বারা সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাৱে আপডেট হয়, উচগতিসম্পন্ন।
কম্পিউটারের সুবিধা পাওয়া যায় এবং খরচও কম হয়।

উদ্দীপকে ব্যবহৃত সার্ভিসটির ক্ষেত্রে প্রযােজ্য--
i. কোনাে লাইসেন্স ফি প্রয়ােজন হয় না।
i. ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না ।
iii. রক্ষণাবেক্ষণের খরচ নেই।

নিচের কোনটি সঠিক?

5 / 25

5. বাংলাদেশের কোথায় সাবমেরিন ল্যান্ডিং স্টেশন করা হয়?

6 / 25

6. টেবিল তৈরিতে কোন ট্যাগ ব্যবহৃত হয়? [বি. বাে-১৬]
i.
ii.

iii.

নিচের কোনটি সঠিক?

7 / 25

7. টেবিলের শেষ ফিল্ডের ডেটা টাইপ কোন ধরনের? [দি. বে. ২০১৭]

8 / 25

8. ডেটাবেজে Yes/No ডেটার সাইজ কত বাইট?

9 / 25

9. DMIS এর কাজ হলাে– [র, বো, ২০১৬)
নতুন ডেটা অন্তর্ভুক্ত করা
তথ্যের পুনঃপুন ব্যবহার বৃদ্ধি করা
iii. পেটার নিৱাগতা নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক?

10 / 25

10. C প্রােগ্রামের কাঠামাে সিকুয়েন্স কোনটি?

11 / 25

11. নিচের কোনটি সঠিক? [য, বাে.-১৯]

12 / 25

12. নিচের উদ্দীপকটি পড়
#include
main(){
int m
printf("Enter your marks");
scanf("%d", &m);
printf("%d.",&m);
}
উদ্দিপকের কোন স্টেসমেন্টটি ভুল ?

13 / 25

13. (100)₁₆ সংখ্যাটির পূর্বের সংখ্যাটি কত?

14 / 25

14. চিত্রের লজিক সার্কিটটির আউটপুট x এর মান হবে--

15 / 25

15. ভগ্নাংশযুক্ত সংখ্যার রাডিক্স পয়েন্টের ডানদিকের অংশকে কী বলে?

16 / 25

16. বাইনারি যােগের ক্ষেত্রে, 1+ 1 =
i. 1, ক্যারি 1
ii. 2 ক্যারি 1
iii. 0, ক্যারি 1

নিচের কোনটি সঠিক?

17 / 25

17. NAND গেইটের তৈরীতে কোন গেট ব্যাবহৃত হয় ?

18 / 25

18. মিথ্যা সংবাদ বা বিদ্বেষমূলুক প্রচারণা মোকাবেলার জন্য আমাদের দেশে প্রয়োজন---
i.এআই নির্ভর নিজস্ব নিউজ সার্ভার
ii. নেটওয়ার্ক ও নিরাপত্তা ব্যবস্থার সম্প্রসারণ
iii. শক্তিশালী নেটওয়ার্ক

নিচের কোনটি সঠিক ?

19 / 25

19. উদ্দীপকের আলোতে
মি.‘ক’ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালনার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালনার সময় যান্ত্রিক ত্রুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়।

দুর্ঘটনায় নিহত যাত্রীদের শনাক্তকরণের জন্য ব্যবহৃত প্রযুক্তিটি হতে পারে-- [রা. বাে. ২০১৯]

20 / 25

20. নিচের উদ্দিপকের আলোতে
ফজল মিয়া কৃষি কাজ করেন সমস্যা হলো তার এলাকাটি বন্যাপ্রবণ এবং তার উৎপাদন ধান প্রায়ই বন্যায় তলিয়ে যায় ।
কৃষি বিভাগ এ বছর উক্ত অঞ্চলের কৃষকদের জন্য বিশেষ ধরণের ধানের বীজ সরবারহ করেছে, যা থেকে উদপাদিত ধানগাছগুলো বেশ লম্বা হবার কারণে সেগুলো সে বছর বন্যায় তলিয়ে যায়নি শস্যের উদপাদন ও হলো প্রচুর ।

উদ্দীপকে বর্ণিত বিশেষ ধরনের ধানবীজ উদ্ভাবনে কোন পদ্ধতির
সহায়তা নেয়া হয়েছে?

21 / 25

21. উদ্দীপকের আলোতে
রায়হান সাহেব আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে এমন এক ধরণের বাসস্থান তৈরি করেছেন , যার সব যন্ত্রাংশ বা ডিভাইস সফটওয়্যার দ্বারা দূর নিয়ন্ত্রিত ।

এ ধরণের বাসস্থান তৈরির জন্য প্রয়োজন ---
i. ব্যাপক আর্থিক বিনিয়োগ
ii. রক্ষনাবেক্ষন দক্ষ জনবল
iii. ভয়েস নিয়ন্ত্রিত ডিভাইস

নিচের কোনটি সঠিক ?

22 / 25

22. বাংলাদেশে সর্বপ্রথম Q-Cash চালু করেন--

23 / 25

23. উদ্দীপকটি পড়
সমগ্র পৃথিবীর এখন একটি গ্রামে পরিণত হয়েছে । এখন বিভিন্ন দেশের মানুষ খুব সহজেই একজন অন্য জনের সুখ-দুঃখে পাশাপাশি ও প্রতিবেশীর মতো ভাব বিনিময় করেছে ।

উদ্দীপকে কোন বিষয় সম্পর্কে বলা হয়েছে ?

24 / 25

24. রেস্ট্রিকশন এনজাইম দিয়ে--
i. ডিএনএ অণু কাটা যায়।
ii. এক জীবের কোষ থেকে DNA অংশ অন্য জীবে স্থানান্তর করা যায়
iii. এক জীবের DNA অংশ অন্য জীবের DNA অংশের সাথে। লাগানাে যায়
নিচের কোনটি সঠিক?

25 / 25

25. E-retailing বলতে কী বোঝায় ?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-07 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-09 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।