মডেল টেস্ট পরীক্ষা-2022

/50
0

1 / 50

অনুচ্ছেদটি পড়
সি প্রােগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ধরনের অপারেটর ব্যবহার করা হয়। যেমন- +, -, (), *, / প্রভৃতি ক্যারেক্টার হলাে অপারেটর। তাছাড়া ANSI এর মান অনুযায়ী সি ল্যাঙ্গুয়েজে ৩২টি কীওয়ার্ড আছে।

নিচের কোনটি লজিক্যাল অপারেটর?

2 / 50

নিচের উদ্দীপকটি পড়
হাসান সাহেব একাউন্টিং সফটওয়্যার তৈরির সময় প্রতিটি মডিউল ছােট ছােট করে বিভক্ত করে সমাধানের ধাপ নির্ধারণ করেন। কিন্তু সফটওয়্যারটি তৈরির পর সেটি পরীক্ষা করে দেখা যায়, প্রদত্ত ডেটার জন্য ফলাফল ভুল প্রদর্শিত হচ্ছে।

উদ্দীপকে হাসান সাহেব কোন টুলগুলােকে নির্দেশ করেছেন?
i. প্রােগ্রাম কোডিং
ii. অ্যালগরিদম
iii. ফ্লোচার্ট
নিচের কোনটি সঠিক?

3 / 50

লুপ শেষ হবার পূর্বে লুপ থেকে বের হওয়ার স্টেটমেন্ট হলাে–

4 / 50

বিট, বাইট, মেমরি অ্যাড্রেস নিয়ে কাজ করে ?
১. মেশিন ভাষা
২. মধ্যস্তরের ভাষা
৩. উচ্চস্তরের ভাষা

5 / 50

নিচের উদ্দীপকটি পড়—
প্রােগ্রামার ইকবালকে তার কোম্পানির সিস্টেম এনালিস্ট হাসান চিত্রের মাধ্যমে একটি প্রােগ্রাম কীভাবে রচনা করা হবে তা দেখিয়ে দিল। ইকবাল এর আলােকে প্রােগ্রাম রচনা শুরু করল।

উদ্দীপকের চিত্রের সাহায্যে সমস্যা সমাধান করার পদ্ধতিকে কী বলা হয়?

6 / 50

ইনহেরিটেন্স কোন প্রােগ্রামিং মডেল এর বৈশিষ্ট্য?

7 / 50

দশমিক সংখ্যা 12 এর 2's complement কত-- [রা, বাে, ২০১৭]

8 / 50

X-OR গেইটের আউটপুটের সমীকরণ কোনটি?

9 / 50

x = y = 0 হলে x + y = কত?

10 / 50

২২৫, প্যারিটি বিট হলাে--

i. ভগ্নাংশ প্যারিটি
ii. জোড় প্যারিটি
iii. বিজোড় প্যারিটি
নিচের কোনটি সঠিক?

11 / 50

ইনর্ভাটার হিসেবে কাজ করে কোন গেইট?

12 / 50

উদ্দীপকের বর্তনীর আউটপুটের সরলীকরণ মান কোন গেইটের সাথে সাদৃশ্যপূর্ণ?

13 / 50

দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য কোন কোড ব্যবহৃত হয়?

14 / 50

একটি সংখ্যায় থাকতে পারে--
i. পূণাংশ
ii. ভগ্নাংশ
iii.রাডিক্স-পয়েন্ট

নিচের কোনটি সঠিক?

15 / 50

কম্পিউটারের ডেটা ইনপুটের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা?

16 / 50

৫৮. লজিক্যাল ফাংশনের কাজ হচ্ছে--
i জটিল সমীণকে সহজ
ii. সহজে সার্কি তৈরি
iii. যােগফল বের করা
নিচের কোনটি সঠিক?

17 / 50

সত্যক সারণিটিতে কোন গেইটের আউটপুট দেয়া আছে?

18 / 50

বাইনারিতে একটি বইয়ের দাম 1001011 হলে ডেসিমাল কত?

19 / 50

(1101)₂ = (?)₁₀

20 / 50

কোন ভারতীয় গণিতবিদ প্রথম বাইনারি সংখ্যা দিয়ে হিসাব নিকাশ করার পদ্ধতি বের করেন?

21 / 50

কৃত্রিম বুদ্ধিমত্তা সংযােজন করা হয়েছে কোন প্রজন্মের কম্পিউটারে?

22 / 50

চন্দ্রে অবতরণকারী প্রথম মনুষ্যবাহী মহাকাশযানের নাম--

23 / 50

উদ্দীপকের আলোতে
চার বন্ধু চারটি ভিন্ন ভিন্ন কোম্পানিতে কর্মকর্তা হিসেবে কর্মরত। এদের অফিসের প্রবেশপথে কাউকে হাতের আঙুল বা সম্পূর্ণ হাত একটি যন্ত্রের উপর রেখে অফিসে ঢুকতে হয়। কাউকে একটি ক্যামেরার সামনে চোখ স্থির করে দাঁড়াতে হয় কিংবা সম্পূর্ণ মুখমণ্ডলই ক্যামেরার সামনে কয়েক মুহূর্ত রাখতে হয় এদের প্রত্যেকের দাবি হচ্ছে, অফিসের উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতকরতেস্ব স্ব অফিসে ব্যবহৃত পদ্ধতি অধিক কার্যকর ।

উদ্দীপকে অফিসের প্রবেশপথে কোন প্রযুক্তি ব্যবহার করা নিচের কোনটি সঠিক?

24 / 50

ইন্টারনেট ব্যবহার করে অন্যের কম্পিউটারে অবৈধভাবে অনুপ্রবেশ করাকে কী বলে?

25 / 50

কোনটির মাধ্যমে বিভিন্ন রকম হরমােন তৈরি করা সম্ভব হচ্ছে--

26 / 50

বিলু সমুদ্র সৈকত ভ্রমণের শারীরিক অভিজ্ঞতা লাভ করেছে, কেননা বিলুর মামা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে--
i. সমুদ্র সৈকতের একটি সিমুলেশন তৈরি করেছেন।
ii. বিভিন্ন সেলরের সাহায্যে তার অনুভূতিকে নিয়ন্ত্রণ করেছেন
iii.বাস্তবে কক্সবাজারে নিয়ে গেছেন

নিচের কোনটি সঠিক?

27 / 50

কৃত্তিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? [ব. বাে, ২০১৬]

28 / 50

স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার ব্যাবস্থা কোনটি ?

29 / 50

তথ্য প্রযুক্তির সাহায্য মানুষের শারীরিক বৈশিষ্ট্য চিহ্নিত করে সনাক্ত করাকে কি বলে ?

30 / 50

রােবট কোন কাজে ব্যবহার করা হয়?

31 / 50

ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে করা সম্ভব--

i. ড্রাইভিং শেখা।
ii. ডাক্তারি শেখা
iii. বিমান চালনা শেখা
নিচের কোনটি সঠিক ?

32 / 50

কোনটি বায়ােইনফরমেটিক্সের বৈশিষ্ট্য?

33 / 50

এক বা একাধিক রেকর্ড নিয়ে কি গঠিত হয়? [চ, বা, ২০১৬]

34 / 50

নিচের কোনটি ডেটাবেজ প্রােগ্রাম?

35 / 50

সরকারি প্রতিষ্ঠানে ডেটাবেজ ব্যবহারের ফলে সরকারের—[র, বো, ২০১৯]
i.দক্ষতা বৃদ্ধি পাবে
ii.স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে
iii.সেবার মান কমবে পাবে
নিচের কোনটি সঠিক?

36 / 50

ওয়েবপেজ তৈরিতে ভাষা ব্যবহৃত হয়?–

37 / 50

ওয়েবসাইট পাবলিশিং-এ গৃহীত পদক্ষেপসমূহ হচ্ছে---
i. ডােমেইন নেইম রেজিস্ট্রেশন করা।
ii. ওয়েবপেইজ ডিজাইন করা
iii. ওয়েবসাইট হােস্টিং করা।
নিচের কোনটি সঠিক ?

38 / 50

URL হলাে ওয়েবপেজের-- [দি. বাে-১৯]

39 / 50

কোন ট্যাগের শুরু থাকলেও শেষ থাকে না?
i.

ii.
i

iii.

নিচের কোনটি সঠিক ?

40 / 50

৫-জি ইন্টারনেট সার্ভিস চালু করতে যাচ্ছে কোন দেশ?

41 / 50

কত দূরত্ব পর্যন্ত Wi-Max বেস স্টেশন ইন্টারনেট অ্যাকসেস সুবিধা প্রদান করে?

42 / 50

কি বোড থেকে সিপিইউতে ডেটা স্থানান্তরের সময় ব্যবহ্রত ট্রান্সমিশনের বৈশিষ্ট হলো-
১. ডেটা ব্লক আকারে স্তানান্তরিত হয়
২. যেকোন সময় ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারে
৩. প্রাইমারি ষ্টোরেজ ডিভাইজরে প্রয়োজন হয় না
নিচের কোনটি সঠিক?

43 / 50

উদ্দীপকের আলোতে
মােহনা লক্ষ করল, তাদের এলাকার সবচেয়ে উঁচু দালানগুলাের ওপর বিভিন্ন মােবাইল কোম্পানির টাওয়ার বসানাে আছে। এমনকি খোলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলাে বসানাে, যাদের মাঝখানে কোনাে বাধা নেই। একটি দালানের ওপর কিছু যন্ত্রপাতিসহ একটি এন্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে।

একটি দালানের ওপর কিছু যন্ত্রপাতিসহ একটি এন্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে। উক্ত আকাশমুখীতার ব্যবহার--
i. টেলিভিশনের সিগন্যাল পাঠানাের ক্ষেত্রে
ii. আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে
iii. আন্তঃমহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে বসাতে হয়

নিচের কোনটি সঠিক?

44 / 50

দ্রুতগতির ডেটা ট্রান্সমিশন?

45 / 50

কোন প্রজন্মের মোবাইল ফোনে LTE (long Term Evolution) স্ট্যান্ডার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে?

46 / 50

উদ্দীপকটি পড়
রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন । এবং তার থেকে কিছু অবস্থিত আরেকজন অফিসারও একই সাথে প্রিন্ট কমান্ড একই প্রিন্টার থেকে প্রিন্ট দিলেন। রাজিবের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে রাজিবকে তার প্রবাসী ফুফুর সরাসরি কথা বলিয়ে দিলেন।

উদ্দীপকের নেটওয়ার্কের ধরন হচ্ছে—
i. LAN
ii. MAN
iii. WAN

নিচের কোনটি সঠিক ?

47 / 50

কত কিলােমিটার পর পর টেরিস্ট্রিয়াল ট্রান্সমিশনে রিপিটার বসাতে হয় ?

48 / 50

উদ্দীপকের আলোতে
মােহনা লক্ষ করল, তাদের এলাকার সবচেয়ে উঁচু দালানগুলাের ওপর বিভিন্ন মােবাইল কোম্পানির টাওয়ার বসানাে আছে। এমনকি খোলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলাে বসানাে, যাদের মাঝখানে কোনাে বাধা নেই। একটি দালানের ওপর কিছু
যন্ত্রপাতিসহ একটি এন্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে।

উদ্দীপকের উঁচু টাওয়ারগুলাে কোন ধরনের মিডিয়া ব্যবহার করে?

49 / 50

GEO স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয় ?

50 / 50

একই সাথে উভয় প্লে দিয়ে ডেটা স্থানান্তর পদ্ধতিকে কী বলে?

Your score is

The average score is 0%

0%

Previous articleকুইজ-08 (176 থেকে 200 ) (৫ম অধ্যায়) প্রোগ্রামিং ভাষা
Next articleকুইজ-01 (৬ষ্ঠ অধ্যায়) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (Database Management System)