উদ্দীপকের আলোতে
মােহনা লক্ষ করল, তাদের এলাকার সবচেয়ে উঁচু দালানগুলাের ওপর বিভিন্ন মােবাইল কোম্পানির টাওয়ার বসানাে আছে। এমনকি খোলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলাে বসানাে, যাদের মাঝখানে কোনাে বাধা নেই। একটি দালানের ওপর কিছু যন্ত্রপাতিসহ একটি এন্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে।
একটি দালানের ওপর কিছু যন্ত্রপাতিসহ একটি এন্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে। উক্ত আকাশমুখীতার ব্যবহার--
i. টেলিভিশনের সিগন্যাল পাঠানাের ক্ষেত্রে
ii. আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে
iii. আন্তঃমহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে বসাতে হয়
নিচের কোনটি সঠিক?