2016-বরিশাল শিক্ষা বোর্ড এর এইচএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন ও সমাধান এবং অনলাইন পরীক্ষা

BCD কোড কত বিটের?

(৪২)১০ সংখ্যাটি উপস্থাপনায় ব্যাবহৃত গঠন হলো-

i.প্রকৃত মান গঠন

ii.১-এর পরিপূরক গঠন

iii.২-এর পরিপূরক গঠন

নিচের কোনটি সঠিক ?

উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

মি. বিশ্বজিত তার অফিসের দশটি কম্পিউটার এমনভাবে যুক্ত করে নেটওয়ার্ক তেরী করলেন যাতে ১ম ও শেষ কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে।হঠাৎ একদিন কম্পিউটার নষ্ট হওয়ায় কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।

উদ্দিপকের নেটওয়ার্ক টপোলজি কি ?

উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

মি. বিশ্বজিত তার অফিসের দশটি কম্পিউটার এমনভাবে যুক্ত করে নেটওয়ার্ক তেরী করলেন যাতে ১ম ও শেষ কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে।হঠাৎ একদিন কম্পিউটার নষ্ট হওয়ায় কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।

মি. বিশ্বজিতের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সম্ভ্যাব্য সমাধান হলো-

i.কম্পিউটার পরিবর্তন করা

ii.হাব/সুইচ স্থাপন করা

iii.একটি মূল লাইন স্থাপন করা

নিচের কোনটি সঠিক?

কোন সার্কিটে সর্বোচ্চ ষোলটি ইনপুট থেকে চারটি আউটপুট পাওয়া যায় ?
হেডিং ট্যাগ কয়টি?

চিত্রটি দেখ এবং প্রশ্নের উত্তর দাও:

আউটপুট F এর মান কোনটি ?

চিত্রে 'X' চিহ্নিত গেইট পরিবর্তন করে কোন গেইট বসালে আউটপুট ABC ?

HTML-এ বাংলা ফন্ট ব্যাবহারের জন্য কোন এট্রিবিউট প্রয়োজন ?

HTML হচ্ছে- i.শেখা সহজ ii.কেস সেনসিটিভ iii.রক্ষনাবেক্ষন সহজ নিচের কোনটি সঠিক?

মি.সুবীর একজন ছাত্রকে বয়স জিঙ্গাসা করায় সে বলল,বাইনারিতে তার বয়স ১০০১০। তার এই সংখ্যার সাথে (১০১১)২ যোগ করলে বাইনারিতে যোগফল কত হবে?

টেবিল তৈরীতে কোন ট্যাগ ব্যাবহৃত হয় ?

i. <tr>

ii. <th>

iii. <td>

নিচের কোনটি সঠিক ?

<html>

<body>

<p><b>First Program<b/></p>

<a href=''test,html''>Test Website<a/>

</body>

</html>

কোডটিতে কোন ধরনের ট্যাগ ব্যাবহৃত হয়েছে?

i.ফরমেটিং

ii.হাইপার লিংক

iii.ইমেজ লিংক

নিচের কোনটি সঠিক?

শর্তসাপেক্ষে ডেটা অনুসন্ধান করাকে কী বলে?

RDBMS-এর বৈশিষ্ট্য হচ্ছে-

i.নানা ধরনের ট্যাগ ব্যাবহার করা যায়

ii.অবজেক্টের জন্য OLE টাইপ ব্যাবহার করা যায়

iii.অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরী করা যায়

নিচের কোনটি সঠিক?

নিচের টেবিল দুটি দেখ এবং প্রশ্নের উত্তর দাও:

রোল নাম জন্ম তারিখ
A ১১মে,৯৯
B ১৩ জুন,৯৯
C ২৩ জুন,৯৯

রোল নাম জিপিএ
A ৫.০০
B ৪.৭৫
C ৪.৮৯

টেবির দুটির মধ্যে কী ধরনের রিলেশন বিদ্যামান?

নিচের টেবিল দুটি দেখ এবং প্রশ্নের উত্তর দাও:

রোল নাম জন্ম তারিখ
A ১১মে,৯৯
B ১৩ জুন,৯৯
C ২৩ জুন,৯৯
রোল নাম জিপিএ
A ৫.০০
B ৪.৭৫
C ৪.৮৯

১ম টেবিলের শেষ ফিল্ডের ডেটা টাইপ কোনটি?

i.Text

ii.Number

iii.Date/Time

নিচের কোনটি সঠিক?

ডেটা এনক্রিপশন সংশ্লিষ্ট বিষয় হলো-

i.প্লেইনটেক্সট

ii.সাইফার টেক্সট

iii.কী

নিচের কোনটি সঠিক?

প্রোগ্রামে ফ্লোচার্টে প্রক্রিয়াকরণের জন্য কোন প্রতীকটি ব্যাবহৃত হয়?

প্রোগ্রাম ডিজাইনের অন্তর্ভূক্ত কাজ হচ্ছে-

i.এলগরিদম প্রণয়ন

ii.প্রবাহচিত্র তৈরি

iii.সুডোকোড তৈরি

নিচের কোনটি সঠিক?

উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

main()

{

int n;

scanf(''%d'',&n);

printf(''%d'',sprt(n))'

}

উদ্দিপকে ব্যাবহৃত ডাটা টাইপ কোনটি?

উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

main()

{

int n;

scanf(''%d'',&n);

printf(''%d'',sprt(n))'

}

উদ্দিপকে আবশ্যক হেডার ফাইল কোনটি?

i.stdio.h

ii.conio.h

iii.math.h

নিচের কোনটি সঠিক ?

নিচের কোনটি সঠিক চলক?

উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

X=100;

X/=5;

X=X% 10

X-এর মান কত?

উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

X=100;

X/=5;

X=X% 10

উদ্দিপকে ব্যাবহৃত অপারেটর হচ্ছে-

i.Arithmetic

ii.Assingment

iii.Logical

নিচের কোনটি সঠিক ?

(৭২)১০ এর BCD কোনটি?

মোবাইলের কোন প্রজন্ম হতে ইন্টারনেট ব্যাবহার শুরূ হয়?
কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়?
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যাবহৃত হয় ?

বিশ্বগ্রাম বলতে বোঝায়-

i.রিয়েল টাইম সেবা বিনিময়

ii.তথ্য ও বিনোদনের সহজলভ্যতা

iii.বিশ্বের গ্রাম সমূহের আন্তঃসম্পর্ক

নিচের কোনটি সঠিক ?

উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

ডা. মুনির শিক্ষানবিশদের কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে কৃত্রিমভাবে বাস্তবের অনুকরণে সার্জারী প্রশিক্ষন দেন যাতে কোনোরূপ ঝুঁকি না থাকে।একজন যকৃত ক্যান্সারের রোগি তার কাছে এলে তিনি তাকে- ১২০ডিগ্রি C তাপমাত্রার মাধ্যমে চিকিৎসা দেন।

প্রশিক্ষনে ব্যাবহৃত প্রযুক্তিটি হচ্ছে-

ব্যাবহৃত চিকিৎসা পদ্ধতিতে-

i.চিকিৎসা ব্যায় তুলনামূলকভাবে কম

ii.অপারেশনের ধকল সহ্য করতে হয় না

iii.অাশেপাশের কোষের ক্ষতি হয় না

নিচের কোনটি সঠিক ?

জেনেটিক ইন্জিনিয়ারিং এর মাধ্যমে-

i.জীবের নতুন জিনোম আবিষ্কার করা যায়

ii.বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরী করা যায়

iii.খুব সহজে ব্যাক্তি শনাক্ত করা যায়

নিচের কোনটি সঠিক ?

Wi-Fi এবং Wi-Max এর মধ্যে পার্থক্য হচ্ছে-

i.কভারেজ এরিয়ার

ii.ট্রান্সমিশন মোডে

iii.ট্রান্সমিশন স্পীডে

নিচের কোনটি সঠিক ?

স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যাবহৃত হয়?
2016-বরিশাল শিক্ষা বোর্ড এর এইচএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন ও সমাধান এবং অনলাইন পরীক্ষা
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}
Previous article2016-সিলেট শিক্ষা বোর্ড এর এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন ও সমাধান এবং অনলাইন পরীক্ষা
Next article2016-দিনাজপুর শিক্ষা বোর্ড এর এইচএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন ও সমাধান এবং অনলাইন পরীক্ষা