আই. পি অ্যাড্রেস দিয়েও ওয়েবসাইট ভিজিট করা সম্ভব কীভাবে ব্যাখ্যা কর । (মাদ্রারাসা বোর্ড 2018)
উত্তর : Domain Name এবং আইপি অ্যাড্রেস একটি অপরটির পরিপূরক । সুতরাং আইপি অ্যাড্রেস দিয়েও ওয়েবসাইট ভিজিট করা সম্ভব । IP Address এর জন্য ব্যবহৃত বড় সংখ্যা মনে রাখা কষ্টকর । তাই IP Address কে সহজে ব্যবহার করার জন্য ইংরেজি অক্ষরের কোনো নাম ব্যবহার করা হয় । ক্যারেক্টার ফর্মে দেওয়া কম্পিউটারের এরূপ নামকে Domain Name বলে । যেমন ওয়েব সাইট ভিজিটের জন্য ডোমেইন নেইম www.google.com এর পরিবর্তে এর IP Address 216.58.216.164 ব্যবহার করা হলে একই সাইট প্রদর্শিত হবে ।