আইডিয়াল হাইস্কুল অথবা মতিঝিল আইডিয়াল স্কুল নামেও পরিচিত আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠানটি তার যাত্রা শুরু করে ১৯৬৫ সালে। মূলত তখন এটি তৎকালীন সিজিএস কলোনি (যা বর্তমানে এজিবি কলোনি নামে পরিচিত) এর নিবাসীদের সন্তানদের পড়াশোনার জন্য তৈরি হয়। একটি উচ্চ-মাধ্যমিক শাখা(বালিকা) রয়েছে, বর্তমানে এর তিনটি মাধ্যমিক শাখা ও রয়েছে।