2016 সালের ঢাকা শিক্ষা বোর্ডের প্রশ্ন সমাধান (৬নং প্রশ্ন)

৬ নং প্রশ্নের উত্তর :

ক. সম্পর্কযুক্ত ডেটার সমাবেশকে ডেটাবেজ বলে।

খ. বর্ণনামূলক লেখা বা বর্ণনার জন্য ডেটা টাইপের (Memo) ব্যবহার করা হয়। এ ফিল্ডের জন্য ৬৫৫৩৬ টি অক্ষর (বর্ণ, সংখ্যা, চিহ্ন, তারিখ ইত্যাদি) লেখা যায়। সাধারণত মন্তব্য লেখার জন্য ঐ ফিল্ডের ডেটা টাইপ মেমো ব্যবহার করা হয়।

গ. টেবিল নং- ২ এর ৩নং ফিল্ডের (Result) ডেটা টাইপ Number যা দশমিকের পর দুই ঘর পর্যন্ত বিস্তৃত। যেহেতু Number টি দশমিকের পর দুই ঘর পর্যন্ত বিস্তৃত অতএব এটি একটি Fixed Number। যেমন- ৫.০০, ৪.৫০ ইত্যাদি।
তবে ঐ ফিল্ডের ডেটা টাইপ Text বা Character  লেখা হয় সেক্ষেত্রে Result হবে A+, A, B  ইত্যাদি।

ঘ. উদ্দীপকের টেবিল দুটির মধ্যে One to One রিলেশন তৈরি সম্ভব যদি Roll No. ফিল্ড দুটির Data type, Data format ও Size সম জাতীয় বা একই হয়। নিচে One to One Relation টি দেখানো হলো:
টেবিল নং- ১

Roll No. Name Address
101 Mugdho 1/2 Dhanmondi
102 Mrittika 10/5 Purana Paltan

টেবিল নং- ২

Roll No. Group Result
101 Sei 5.00
102 BS 4.50

টেবিল দুটির মধ্যে ১নং টেবিলের একটি রেকর্ডের সাথে ২নং টেবিলের শুধুমাত্র একটি রেকর্ডের সম্পর্ক সৃষ্টি হয়েছে। এ ধরনের Relation ই One to One Relation.

Previous article2016 সালের ঢাকা শিক্ষা বোর্ডের প্রশ্ন সমাধান (৫নং প্রশ্ন)
Next article2016 সালের রাজশাহী শিক্ষা বোর্ডের প্রশ্ন সমাধান (১নং প্রশ্ন)