উত্তর; কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা নানা কারণে সুবিধাজনক। যেমন- বাইনারি সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলো (০ ও 1) সহজেই ইলেকট্রিক্যাল সিগন্যালের সাহায্যে প্রকাশ করা যায়। কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত অন্যান্য ডিজিটাল ডিভাইস যথা- ডিজিটাল ক্যামেরা, ডিজিটাল ফোন ইত্যাদি বাইনারি মোডে কাজ করে। ফলে খুব সহজেই কম্পিউটারের সাথে ইন্টারফেসিং করা যায়।
Home তৃতীয় অধ্যায়