প্রশ্ন. কম্পিউটারের ক্ষেত্রে ডিজিটাল সিগন্যাল উপযোগী কেন? ব্যাখ্যা কর।

উত্তর: দশমিক সংখ্যা পদ্ধতিতে0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। মোট 10টি মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয়। কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। বাইনারি সংখ্যায় ব্যবহৃত অঙ্ক 0 ও 1 সহজেই ইলেকট্রিক্যাল সিগন্যালের সাহায্যে প্রকাশ করা যায়। বৈদ্যুতিক সিগন্যাল চালু থাকলে অন এবং বন্ধ থাকলে অফ দ্বারা প্রকাশ করা হয়। বাইনারি সিস্টেমে দুটি অবস্থা থাকার কারণে ইলেট্রনি সার্কিট ডিজাইন করা সহজ হয়। তবে দশমিক সংখ্যাকে বাইনারি রূপান্তর করে কম্পিউটারে ব্যবহার করানো যায়।

Previous articleপ্রশ্ন. কম্পিউটারে বাইনারি সংখ্যা ব্যবহার করা সুবিধাজনক কেন? ব্যাখ্যা কর। (অনুধাবন)
Next articleপ্রশ্ন. 1 + 1 = 1 ব্যাখ্যা কর। (অনুধাবন)