কুইজ-10 (226 থেকে 250 ) (দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

0%
0 votes, 0 avg
1
Created by Liaquat Talukder

কুইজ-10 (226 থেকে 250 ) (দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

1 / 25

1. উদ্দীপকের আলোতে
দোকানের নিরাপত্তার স্বার্থে রাকিব সাহেব সিসি ক্যামেরা লাগালেন। তিনি যে কোনাে স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে দোকানের অবস্থা দেখতে পারেন। প্রয়োজনে দোকানের কর্মচারীদের মৌখিক নির্দেশনাও দেন। তবে তিনি কথা বলাকালীন কর্মচারীদের কথা শোনা যায় না, আবার কর্মচারীরা কথা বলাকালীন তার কথা কর্মচারীদের কাছে পৌছায় না।

রাকিব সাহেবের ব্যাবহৃত ক্যামেরা নিচের কোনটিকে সমর্থন করেন ? [ম.বো.২০১৯]

2 / 25

2. হাফ-ডুপ্লেক্স এর উদাহরণ কোনটি?

3 / 25

3. কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুদিকে যেতে পারে?

4 / 25

4. এস.এম.এস কোন পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে?

5 / 25

5. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের সময়ে যে ধরনের ট্রান্সমিশন হয়, তা হচ্ছে--
i. সিনক্রোনাস
ii. ন্যারােব্যান্ড
iii. ফুল-ডুপ্লেক্স।

নিচের কোনটি সঠিক?

6 / 25

6. ফুল ডুপ্লেক্স মােডে চলে—
i. ল্যান্ড ফোন।
ii. মােবাইল ফোন
iii. রেডিও ব্রডকাস্ট

নিচের কোনটি সঠিক?

7 / 25

7. তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে ধাতব তার মাধ্যমে কী পাঠানাে হয়?

8 / 25

8. নিচের চিত্রটি কোন ডেটা ডেলিভারি মোডের?

9 / 25

9. উদ্দীপকের আলোতে
রায়হান সাহেব মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেন । যে সকল শিক্ষার্থী ক্লাসে অনুপুস্থিতি থাকে, তাদের অভিভাবকদের SMS এর মাধ্যমে অনুপুস্থিতি বিষয়টি অবহিত করেন ।

উদ্দীপকের আলোতে রায়হান সাহেবের ক্লাস নেয়ার সময় কোনো ধরণের ডাটা ট্রান্সমিশন হয় ?

10 / 25

10. নিচের কোনটি মাল্টিকাস্ট মােডের উদাহরণ নয়?

11 / 25

11. উদ্দীপকের আলোতে
MTV-এর টকশােতে বিশেষজ্ঞদের একজন ঢাকার বারিধারার বাসা থেকে, একজন চট্টগ্রামের লালখান বাজার থেকে এবং অন্যজন যুক্ত রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে । আলোচনায় ড. আলী রিয়াজের যুক্ত থাকার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তাকে সংযুক্ত করা হয়নি ।

উদ্দীপকে কোন ধরনের ট্রান্সমিশন মােড় তৈরি হয়েছে?

12 / 25

12. Micro Wave মাধ্যমকে কয়টি ভাগে ভাগ করা যায়?

13 / 25

13. নিচের কোনটি সিমপ্লেক্স, হাফডুপ্লেক্স ও ফুলডুপ্লেক্স মোডের নির্দেশক ?

14 / 25

14. ট্যুইস্টেড পেয়ার ক্যাবল-এর সাধারণ রং কোনটি? [র-১৬, মা-১৮]

15 / 25

15. কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা প্রেরণের সাধারণ হার কত?

16 / 25

16. এ ধরনের আলােচনায় আয়োজন করতে হলে যে বিষয়টি নিশ্চিত করতে হবে তা কী?

17 / 25

17. ব্রডকাস্ট মােডের উদাহরণ হলাে--- [ব. বাে, ২০১৭]

18 / 25

18. উদ্দীপকের আলোতে
কোনো কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন কিন্তু একই সময় তারা কথা বলতে পারে না ।

একই সময় যোগাযোগ করার ক্ষেত্রে তাদের যে ডিভাইস প্রয়োজন-- [কু.বো ২০১৬]
i.মোবাইল
ii.রেডিও
iii.ওয়াকী-টকি

নিচের কোনটি সঠিক ?

19 / 25

19. উদ্দীপকের আলোতে
রায়হান সাহেব মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেন । যে সকল শিক্ষার্থী ক্লাসে অনুপুস্থিতি থাকে, তাদের অভিভাবকদের SMS এর মাধ্যমে অনুপুস্থিতি বিষয়টি অবহিত করেন ।

অনুপস্থিতির বিষয়টি জানানোর জন্য ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড হলো--
i. ইউনিকাস্ট
ii. মাল্টিস্টি
iii. ব্রডকাস্ট

নিচের কোনটি সঠিক?

20 / 25

20. সিমপ্লেক্স পদ্বতির উদাহরণ হলো--

21 / 25

21. টেলিভিশন ডেটা ট্রান্সমিশন মােড হচ্ছে--
i. সিমপ্লেক্স ii. মাল্টিকাস্ট
iii. ব্রডকাস্ট

নিচের কোনটি সঠিক ?

22 / 25

22. ডেটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম কয়টি?

23 / 25

23. গ্রুপ SMS প্রদান হলাে---

24 / 25

24. উদ্দীপকের আলোতে
কোনো কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন কিন্তু একই সময় তারা কথা বলতে পারে না ।

তারা কোন ডেটা ট্রান্সমিশন মােড ব্যবহার করেন? [কু. বাে. ২০১৬]

25 / 25

25. Unguided Media কে কয় ভাগে ভাগ করা যায়?

Your score is

The average score is 0%

0%

Previous articleকুইজ-09 (201 থেকে 225 ) (দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
Next articleকুইজ-11 (250 থেকে 275 ) (দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং