মডেল টেস্ট-05 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. "Hello world!" লেখাটি 5 বার প্রদর্শনের ক্ষেত্রে C স্টেটমেন্ট--

i. for(n = 1; n < 6; n++) printf("Hello World");
ii. n=3; do {printf("Hello World!") nt+;} while (n<=8);
iii. n=5; while (n<10) {printf ("Hello World”);n++}

নিচের কোনটি সঠিক ?

2 / 25

2. টেক্সট ডেটা টাইপে বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত হতে হতে পারে

3 / 25

3. সকল অনুক্রমের পরিবর্তনের জন্য কী ব্যবহার করা হয়?

4 / 25

4. ALGOL এর পূর্ণ নাম কী?

5 / 25

5. “সি” ভাষায় ইন্টিজার ডেটা টাইপ কত বিটের?

6 / 25

6. টেলিমেডিসিন ব্যবস্থাটি কিসের সাথে সম্পকিত ?

7 / 25

7. টপ ডাউন পদ্ধতিতে কোনাে জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়। এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি? [চ. বাে, ২০১৯]

8 / 25

8. মাইশার চালের বিপক্ষে কম্পিউটারও অনেক সময় চাল দিতে ভুল করে । কেননা, কৃত্তিম বুদ্ধিমত্তা --
i. তথ্য ও অভিজ্ঞতার আলােকে সিদ্ধান্ত গৃহীত হয়।
ii. দাবা খেলা সম্ভব নয়।
iii. লার্নিং সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

9 / 25

9. Khanacademy.org নামক ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা কে ?

10 / 25

10. ডেটাবেজ প্রােগ্রাম ব্যবহার করে —
i. শিল্প প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব ও উৎপাদনের তথ্য সহজে
সংরক্ষণ করা যায়।
ii. কাক্ষিত তথ্য দ্রুত উপস্থাপন করা যায়।
iii. প্রয়ােজনীয় রেকর্ডসমূহ সহজে খুঁজে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?

11 / 25

11. VAST এর পূর্ণ রূপ কী ?

12 / 25

12. নিচের কোন ক্যাবলে ডেটা ট্রান্সফার হার সর্বোচ্চ? [ম.বাে. ২০১৭]

13 / 25

13. নিচের কোন বৈশিষ্টটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বেলায় প্রযোজ্য-

14 / 25

14. 1 এর পরিপুরকের ক্ষেত্রে (10)₂ এর সমতুল্য দশমিক মান কত?

15 / 25

15. 2's Complement এর নির্ণয়ের সূত্র নিম্নরূপ--

16 / 25

16. F = AB.BC এর সরলীকত মান কোনটি?

17 / 25

17. ৪১. পজিশনাল সংখ্যার মান নির্ণয় করতে প্রয়ােজন
i. অঙ্কের নিজস্ব মান
ii. সংখ্যাটির বেজ
iii. অঙ্কের স্থানীয় মান।

নিচের কোনটি সঠিক?

18 / 25

18. প্যারিটি বিট কত প্রকার?

19 / 25

19. জারিফ : জানিস, আমার বয়স বাইনারিতে 1101
ইবাদ: তাহলে আমি তাের চেয়ে এক বছরের বড়। ইবাদের বয়স ডেসিমালে কত বছর?

20 / 25

20. URL এর তৃতীয় অংশের নাম কী?

21 / 25

21. ইন্টারনেটে ব্যবহৃত ডকুমেন্টের ঠিকানা হলাে-

22 / 25

22. বাংলাদেশি বাংলার রিজিওন কোড হলো–-

23 / 25

23. নিচের উদ্দীপকটি পড় –
আইসিটি শিক্ষক ইকবাল স্যার সুস্ময়কে একটি টেবিল তৈরী করতে বলায় সুস্ময় ৪ কলমি ও ৫ রাে বিশিষ্ট একটি টেবিল করেছে। টেবিলটিতে ক্যাপশন হিসেবে কলেজের নাম দিতে বলা
হয়েছিল। কিন্তু সে কোন ক্যাপশন দেয়নি এবং টেবিলটিতে কোনো বর্ডারও নেই।

উদ্দীপকে উলিখিত টেবিলটিতে টেক্সটকে ডানদিকে Align করতে সুস্ময় নিচের কোন ট্যাগটি ব্যবহার করেছে ?

24 / 25

24. টেবিলের একেবারে উপরের সারিকে কী বলা হয়?

25 / 25

25. ইন্টারনেটকে সংক্ষেপে বলা হয়--

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-04 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-06 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।