মডেল টেস্ট-04 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. (111011)₂ এর সমকক্ষ হেক্সাডেসিমাল সংখ্যা কোনটি?

2 / 25

2. 2 ও 3 নং গেইটের কীরূপ পরিবর্তন করলে F এর মান শুন্য হবে ?

3 / 25

3. সত্যক সারণিটিতে কোন গেইটের আউটপুট দেয়া আছে?

4 / 25

4. ASCII কোডে বড় হাতের অক্ষরের বিস্তৃতি কত?

5 / 25

5. কোনাে বাইনারি সংখ্যার । এর পরিপূরকের সাথে । যােগ করে প্রাপ্ত সংখ্যাটি হবে মূল সংখ্যার--

6 / 25

6. উদ্দিপকের আলোতে
কম্পিউটার শিক্ষক জনাব সফিক স্যার বাের্ডে (77)₈ সংখ্যা লিখলেন

উদ্দীপকের সংখ্যাটির পরবর্তী সংখ্যা কোনটি? [য, বাে, ২০১৭]

7 / 25

7. ইউনিকোডের উদ্দেশ্য কী?

8 / 25

8. https://-এর ও কী নির্দেশ করে?

9 / 25

9. নিচের উদ্দীপকটি পড়---

Test

Bangladesh
Bangladesh
Bangladesh

প্রোগ্রামটি ব্রাউজারে যেভাবে প্রদর্শিত হবে ?

10 / 25

10. টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে কোন ট্যাগে? [দি-১৯]

11 / 25

11. URL এর তৃতীয় অংশের নাম কী?

12 / 25

12. উদ্দিপকের আলোতে---
ওয়েবসাইট তৈরি অর্থাৎ ওয়েব ডিজাইনের ক্ষেত্রে ব্যবহারকারীর দৃষ্টিকোণ থেকে চিন্তা করে ওয়েবসাইট ডিজাইন করলে সেই ওয়েবসাইট ব্যবহারকারী গ্রাহক বা ক্রেতার চাহিদা পূরণে সক্ষম হবে।

ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে নিরাপত্তার কোন বিষয়টি জরুরি?

13 / 25

13. চিত্রের পথার্থের বৈশিষ্ট হলো---
i. পৃষ্ঠদেশের পরিমাণ বেশি
ii. মাইক্রো ক্যামেরা যুক্ত
iii. রাসায়নিকভাবে অনেক ক্রিয়াশীল
নিচের কোনটি সঠিক?

HSCICT.com.bd

14 / 25

14. এক্সপার্ট সিস্টেম কী ?

15 / 25

15. নিচের উদ্দীপকটি পড়--
লােকমান সাহেব গবেষণা করে নানা প্রজাতির ফল ও ফুল ফলানাের জন্য নতুন প্রযুক্তি প্রয়ােগ করেন।
এতে তিনি আকারে বড় এবং আকর্ষণীয় ফল ও ফুল উৎপাদন করতে সক্ষম হলেন।
উদ্দীপকে লোকমান সাহেবের গবেষণায় সহায়তায় প্রযুক্তি কোনটি ?

16 / 25

16. অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে ? [মা. বাে, ২০১৬]

17 / 25

17. মানুষের শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযােগ্য হলাে—
i. চোখের মণি।
ii. আঙুলের ছাপ
iii. DNA
নিচের কোনটি সঠিক ?

18 / 25

18. রােবটের আকার বা আকৃতি কীসের ওপর নির্ভর করে?

19 / 25

19. মাইসিন কোন প্রক্রিতির কৃত্রিম ব্যবস্থা ?

20 / 25

20. ডেটা ট্রান্সমিশনের একককে নিচের কোনটি দ্বারা হিসাব করা হয়?

21 / 25

21. 0.5 Mbps ব্যান্ডউইথ পাওয়া যায়, এমন সার্ভিসগুলাে হলাে –
i. স্ট্রিমিং মিউজিক
ii. স্ট্রিমিং মুভি
iii. ভিওআইপি ফোন কল
নিচের কোনটি সঠিক ?

22 / 25

22. দুই বা ততােধিক ক্লাউডকে একত্রে কী বলে?

23 / 25

23. উদ্দীপকের আলোতে
মােহনা লক্ষ করল, তাদের এলাকার সবচেয়ে উঁচু দালানগুলাের ওপর বিভিন্ন মােবাইল কোম্পানির টাওয়ার বসানাে আছে। এমনকি খোলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলাে বসানাে, যাদের মাঝখানে কোনাে বাধা নেই। একটি দালানের ওপর কিছু যন্ত্রপাতিসহ একটি এন্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে।

একটি দালানের ওপর কিছু যন্ত্রপাতিসহ একটি এন্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে। উক্ত আকাশমুখীতার ব্যবহার--
i. টেলিভিশনের সিগন্যাল পাঠানাের ক্ষেত্রে
ii. আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে
iii. আন্তঃমহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে বসাতে হয়

নিচের কোনটি সঠিক?

24 / 25

24. অবজেক্ট ওরিয়েন্টেড উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা হলো-
১. Python
২. C++
৩. ALGOL

25 / 25

25. প্রােগ্রাম রচনার জন্য প্রয়ােজন—[চ, বাে-১৭]
i. সমস্যা শনাক্তকরণ
ii. প্রােগ্রাম বাগ করা
iii. প্রােগ্রাম ডিবাগিং করা
নিচের কোনটি সঠিক?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-03 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-05 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।