(ক) কোড কী?(রাজশাহী,চট্টগ্রাম ও বরিশাল বোর্ড ২০১৮)

উত্তর:যে প্রক্রিয়ার মাধ্যমে বা সংকেতের মাধ্যমে বর্ণ,অঙ্ক ও সংখ্যাগুলোকে বাইনারি সংখ্যায় প্রকাশ করার ব্যবস্থা করা হয় তাই কোড।

(খ) ২-এর পরিপূরক গঠনের প্ররত্ব আলোচনা কর।(রাজশাহী,চট্টগ্রাম ও বরিশাল বোর্ড ২০১৮)

উত্তর: ২ এর পরিপূরক গঠনের গুরত্ব নিচে আলোচনা করা হলো-

i. ২ এর পরিপূরক গঠনের ফলে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায়।

ii. ২ এর পরিপূরক গঠনে যোগ ওও বিয়োগের জন্য একই বর্তনী ব্য্যবহার করা যায়।

iii. ২ এর পরিপূরক গঠন ব্যবহার করে সরল লজিক বর্তনী তৈরি করা যায়।যা দামে সস্তা ও দ্রুত গতিতে কাজ করে।

Previous article
Next articleরাজশাহী,কুমিল্লা,চট্টগ্রাম ও বরিশাল বোর্ড ২০১৮ প্রশ্নপত্র