সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যয়বহুল কেন ?

প্রেরক স্টেশনে প্রেরকের সাথে একটি প্রাইমারি স্টোরেজ ডিবাইসের প্রয়োজন হয় বলে সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যয়বহুল। যে ট্রান্সমিশন সিস্টেমে ডেটা ব্লক বা প্যাকেট আকারে ট্রান্সমিট করে তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম বলে। এক একটি ব্লকে ৮০ থেকে ১৩২টি কারেক্টার থাকে। এ পদ্ধতিতে প্রেরক ও প্রাপকরে একই সময় ও গতিতে বজায় রাখতে হয়।

Previous articleটেলিমেডিসিন কী?
Next articleসংখ্যা পদ্ধতি বলতে কী বুঝ ?