(ক) টেলিমেডিসিন কী?(রাজশাহী বোর্ড ২০১৭)
উত্তর:তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে কোনো ভৌগোলিক দুরত্বে অবস্থানরত রোগীকে বিশেষঙ্গ চিকিৎসক ,রোগ নির্ণয় কেন্দ্র,বিশেষায়িত নেটওয়ার্ক ইত্যাদির সমন্কয়ে স্বাস্থ্য সেবা দেওয়া হলো টেলিমেডিসিন।
(খ) সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যয়বহুল কেন?
উত্তর:প্রেরক স্টেশনে প্রেরকের সাথে একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় বলে সিক্রোনাস ট্রান্সমিশন ব্যায়বহুল।যে ট্রান্সমিশন সিস্টেমে ডেটা ব্লক বা প্যাকেট আকারে ট্র্রান্সমিট করে তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম বলে।এক একটি ব্লকে ৮০ থেকে ১৩২ টি ক্যারেক্টার থাকে।এ পদ্ধতিতে প্রেরক ও প্রাপককে একই সময় গ গতিতে বজায় রাখতে হয়।