প্রশ্ন. ২ এর পরিপূরকের প্রয়োজনীয়তা লিখ। (অনুধাবন)

উত্তর: 2 এর পরিপূরকের প্রয়োজনীয়তা হলো-
১. প্রকৃত মান ও 1 এর পরিপূরক গঠনে 0 এর জন্য দুটি বাইনারি শব্দ (+ 0 ও – 0) সম্ভব। কিন্তু বাস্তবে + ০ ও – ০ বলতে কিছু নেই। ২ এর পূরক গঠনে এ ধরনের কোন সমস্যা নেই।
২. 2 এর পরিপূরক সংখ্যার জন্য গাণিতিক সরল বর্তনীর প্রয়োজন। সরল বর্তনী দামে সস্তা এবং দ্রুত গতিতে কাজ করে।
৩. 2 এর পরিপূরক গঠনে চিহ্নযুক্ত সংখ্যা এবং চিহ্নবিহীন সংখ্যা যোগ করার জন্য একই বর্তনী ব্যবহার করা যায়।

Previous articleপ্রশ্ন. NAND Gate একটি সর্বজনীন Gate কেন ব্যাখ্যা কর। (অনুধাবন)
Next articleপ্রশ্ন. কম্পিউটারে বাইনারি সংখ্যা ব্যবহার করা সুবিধাজনক কেন? ব্যাখ্যা কর। (অনুধাবন)