প্রশ্ন. হাবের পরিবর্তে সুইচ ব্যবহার করলে কী সুবিধা পাওয়া যায়- ব্যাখ্যা কর। (অনুধাবন)

উত্তর: হাবের পরিবতের্থ সুইচ ব্যবহার সুবিধাজনক। নেটওয়ার্ক সুইচ হলো বহু পোর্টবিশিষ্ট কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস যা তথ্যকে আদান-প্রদান করতে সাহায্য করে। বাইরে থেকে সুইচ দেখতে হাবের মতো মনে হলেও এটি ভিন্ন পদ্ধতিতে নেটওয়ার্কের ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান-প্রদান করে। সুইচ সিগন্যাল গ্রহণ কার পর তা সরাসরি টার্গেট কম্পিউটার বা কম্পিউটারসমূহে প্রেরণ করে। পরে ডেটা প্রেরণে সুইচের ক্ষেত্রে কম সময় লাগে। সুইচের পোর্ট হাবের চেয়ে বেশি থাকে।

Previous articleপ্রশ্ন. শুধু মডুলেশন বা ডিমডুলেশন কার্যকর পদ্ধতি হতে পারে না- ব্যাখ্যা কর। (অনুধাবন)
Next articleপ্রশ্ন. WIMAX ব্যবহারের কী কী সুবিধা আছে? (অনুধাবন)