প্রশ্ন. সুইচ সার্ভারের বিকল্প নয়- ব্যাখ্যা কর। (অনুধাবন)

উত্তর: সুইচের কার্যকারিতা হাবের মতো। সুইচ প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর তা সরাসরি টার্গেট কম্পিউটারে পাঠায়। সার্ভারের কাজ হচ্ছে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোতে তথ্য সেবা দেওয়া আর সুইচের কাজ হচ্ছে সিগন্যাল গ্রহণ করার পর তা সরাসরি প্রাপক কম্পিউটারসমূহে প্রেরণ করা। এ কারণে সুইচ সার্ভারের বিকল্প নয়।

Previous articleপ্রশ্ন. ডেটা চলাচলের ক্ষেত্রে কোন ধরনের ক্যাবল অধিক কার্যকর? (অনুধাবন)
Next articleপ্রশ্ন ১. ইউনিকোডের পূর্বে সবচেয়ে বেশি ব্যবহৃত আলফানিউমেরিক্যাল কোডটি ব্যাখ্যা কর। (অনুধাবন)