উত্তর: একটি কম্পিউটার প্রোগ্রামের ধারাবাহিক কার্যপ্রণালি একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করলে তাকে প্রোগ্রাম ফ্লোচার্ট বলে। প্রোগ্রাম ফ্লোচার্টের সকল কার্যধারা পুরোপুরিই কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত। তাছাড়া প্রোগ্রাম ফ্লোচার্ট ব্যবহার করার কারণ হলো- প্রোগ্রাম লিখতে সুবিধা এবং প্রোগ্রামের ভুল সহজে নির্ণয় করা যায়। জটিল বিষয় সহজে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা যায়।
Home পঞ্চম অধ্যায়