প্রশ্ন. দুটি ডাটা টেবিলের প্রাইমারি কী (Key) ফিল্ড কখন একই হওয়া প্রয়োজন- ব্যাখ্যা কর। (অনুধাবন)

উত্তর: রিলেশনের নিম্নরূপ শর্তের কারণে রিলেশন তৈরির জন্য দুটি ডেটাবেজের ডেটা টেবিলের প্রাইমারি কী ফিল্ড একই হওয়া প্রয়োজন।
১. কমন ফিল্ডকে অবশ্যই প্রাইমারি কী ফিল্ড ও ফরেন কী ফিল্ড হতে হবে।
২. কমন ফিল্ডের নাম, ডেটা টাইপ, ফিল্ড সাইজ, ফরম্যাট ইত্যাদি একই হতে হবে এবং একই সময়ে টেবিল দুটি খোলা থাকতে হবে।

Previous articleপ্রশ্ন. “মেমো” ডেটা টাইপ কেন ব্যবহার করা হয়? (অনুধাবন)
Next articleপ্রশ্ন. INSERT স্টেটমেন্টের সিনট্যাক্স লেখ। (অনুধাবন)