উত্তর: রিলেশনের নিম্নরূপ শর্তের কারণে রিলেশন তৈরির জন্য দুটি ডেটাবেজের ডেটা টেবিলের প্রাইমারি কী ফিল্ড একই হওয়া প্রয়োজন।
১. কমন ফিল্ডকে অবশ্যই প্রাইমারি কী ফিল্ড ও ফরেন কী ফিল্ড হতে হবে।
২. কমন ফিল্ডের নাম, ডেটা টাইপ, ফিল্ড সাইজ, ফরম্যাট ইত্যাদি একই হতে হবে এবং একই সময়ে টেবিল দুটি খোলা থাকতে হবে।
Home ষষ্ঠ অধ্যায়