প্রশ্ন. ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কী বোঝায়? (অনুধাবন)

উত্তর: DBMS এর পূর্ণ নাম হলো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এটি হলো সফটওয়্যার নিয়ন্ত্রিত একটি ব্যবস্থা যার মাধ্যমে ডেটাবেজ পরিচালনা, তথ্যের স্থান সংকুলান, নিরাপত্তা, ব্যাকআপ, তথত্য সংগ্রহের অনুমতি ইত্যাদি নির্ধারণ করা হয়।

Previous articleপ্রশ্ন. ডেটাবেজে সর্টিং কেন করা হয়? (অনুধাবন)
Next articleপ্রশ্ন. DBMS এর ২টি সুবিধা লেখ। (অনুধাবন)