ক্রায়োসার্জারি কী?

ক্রায়োসার্জারি হচ্ছে চরম ডান্ঠা বা বরফ শিতল তাপমাত্রা প্রয়োগ করে শরীরের অস্বাভাবিক কোষ বা টিস্যু ধ্বংস করার পদ্ধতি, সেখানে তরল গ্যাস বা আর্গন গ্যাস ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে এটি ক্যান্সারের পূর্ব অবস্থার চিকিৎসা করার জন্য ব্যবহার করা হয়।

Previous articleরোবোটিক্স কী?
Next articleক্রায়োপ্রোব কী?