ওয়েব পেইজে টেবিল তৈরির দুইটি প্রয়োজনীয়তা লেখ ?

ওয়েব পেইজে টেবিল তৈরির দুইটি প্রয়োজনীয়তা নিচে দেওয়া হলো ১. ওয়েব পেইজে পৃথকভাবে কলাম তৈরি করা যায় না এজন্য কোনো তথ্যকে কলাম আকারে সাজাতে গেলে টেবিল তৈরি করে নিতে হয ।২. ওয়েব পেইজে সাইড হেডিং উল্লম্বভাবে অক্ষর সাজানো  যায় না ।এজন্য প্রথমে উক্ত বিষয়বস্তুকে ছবি হিসেবে নিয়ে টেবিলের সেলে বসিয়ে এবং টেবিলের দেওয়াল অদৃশ্য করে দিয়ে  সাজানো যায় ।

Previous article কেন ব্যবহৃত হয় ?
Next articleওয়েব পেইজ কী ?