কুইজ-05 (101 থেকে 125 ) (দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং Aminur Rahman 2 years ago 0% 0 votes, 0 avg 2 http://hscict.com.bd/wp-content/uploads/2022/07/Ok-Boss0.mp3http://hscict.com.bd/wp-content/uploads/2022/07/Wrong-Answer.mp3 Created by Liaquat Talukder কুইজ-05 (101 থেকে 125 ) (দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং 1 / 25 1. WAN-এর উদাহরণ কোনটি? টেলিফোন টেলিভিশন ইন্টারনেট রেডিও 2 / 25 2. পৃথক সার্ভার কম্পিউটার ব্যতীত একাধিক কম্পিউটারের মধ্যে কোন নেটওয়ার্ক গঠিত হয়? পিয়ার-টু-পিয়ার ক্লায়েন্ট সার্ভার হাইব্রিড সেন্ট্রালাইজড 3 / 25 3. একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক ব্যবস্থাকে কী বলে? [রা, বাে, ২০১৬] WAN MAN PAN LAN 4 / 25 4. ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? [য, বাে, ২০১৬] CAN PAN MAN LAN 5 / 25 5. কোন নেটওয়ার্ক সিস্টেমের ব্যাপ্তি কয়েক মিটারের মধ্যে সীমাবদ্ধ-- ওয়ান ল্যান প্যান ম্যান 6 / 25 6. ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ককে কয়ভাগে ভাগ করা হয়? ৮ ৬ ২ ৪ 7 / 25 7. নিচের উদ্দীপকটি পড়একটি অফিসের দুটি কক্ষ থেকে দুজন কম্পিউটার অপারেটর একটি প্রিন্টার থেকে প্রিন্ট দিতে পারেন। অফিসের পরিচালক কম্পিউটার ব্যবহার করে বিশেষ ব্যবস্থায় তার ছেলের সাথেপ্রবাসী মেয়ের কথা বলিয়ে দিলেন। উদ্দীপকে প্রিন্টিং-এর ক্ষেত্রে নেটওয়ার্কের ধরন হলাে- [দি, বাে.-২০১৯] LAN WAN MAN PAN 8 / 25 8. নিচের উদ্দীপকটি পড় ‘ক’ কলেজের মান উন্নয়নের জন্য সরকার ১২টি কম্পিউটার প্রদান করে। কম্পিউটারগুলাে একই ফ্লোরে অবস্থিত কম্পিউটার ল্যাব, লাইব্রেরি ও ক্লাসরুমে ব্যবহৃত হচ্ছে। কম্পিউটারগুলোর মধ্যে ডেটা স্থানান্তরের জন্য পেনড্রাইভ ব্যবহৃত হওয়ার কারণে অনেক অসুবিধা হচ্ছিল। তাই আইসিটি শিক্ষকের পরামর্শে কলেজ কর্তৃপক্ষ কম্পিউটারগুলােকে পরস্পরের সাথে সংযােগের ব্যবস্থা করলেন। কলেজ কর্তৃপক্ষের গৃহীত ব্যবস্থায় যে যে রিসোর্সসমূহ শেয়ার করা সম্ভব হবে-- [ব. বাে, ২০১১]i. হার্ডওয়্যার।ii. সফটওয়্যারiii. ইনফরমেশন।নিচের কোনটি সঠিক? i,ii ও iii i i ও iii i ও ii 9 / 25 9. কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য-- [চ. বাে, ২০১৬]i. হার্ডওয়্যার রিসাের্স শেয়ারii. সফটওয়্যার রিসাের্স শেয়ারiii. ইনফরমেশন শেয়ার নিচের কোনটি সঠিক? ii ও iii i,ii ও iii i i ও iii 10 / 25 10. নিচের উদ্দীপকটি পড়একটি অফিসের দুটি কক্ষ থেকে দুজন কম্পিউটার অপারেটর একটি প্রিন্টার থেকে প্রিন্ট দিতে পারেন। অফিসের পরিচালক কম্পিউটার ব্যবহার করে বিশেষ ব্যবস্থায় তার ছেলের সাথে প্রবাসী মেয়ের কথা বলিয়ে দিলেন।উদ্দীপকের ব্যবস্থায় সম্ভব– [দি, বাে.-২০১১]i. স্বল্প প্রযুক্তিতে অধিক সেবাii. স্বল্প পরিসরে সীমাবদ্ধ কার্যক্রমiii. সহজ যােগাযােগনিচের কোনটি সঠিক? . i,ii ও iii i ও iii ii ও iii i 11 / 25 11. নিচের উদ্দীপকটি পড়‘ক’ কলেজের মান উন্নয়নের জন্য সরকার ১২টি কম্পিউটার প্রদান করে। কম্পিউটারগুলাে একই ফ্লোরে অবস্থিত কম্পিউটার ল্যাব, লাইব্রেরি ও ক্লাসরুমে ব্যবহৃত হচ্ছে। কম্পিউটারগুলোর মধ্যে ডেটা স্থানান্তরের জন্য পেনড্রাইভ ব্যবহৃত হওয়ার কারণে অনেক অসুবিধা হচ্ছিল। তাই আইসিটি শিক্ষকের পরামর্শে কলেজ কর্তৃপক্ষ কম্পিউটারগুলােকে পরস্পরের সাথে সংযােগেরব্যবস্থা করলেন। উদ্দীপক অনুযায়ী উপযুক্ত সংযােগ ব্যবস্থা কোনটি? [রা, বো, ২০১৯] PAN MAN WAN LAN 12 / 25 12. একই ভবনের বিভিন্ন তলায় অবস্থিত অনেকগুলাে কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ককে কী বলে? WAN CAN PAN LAN 13 / 25 13. নিচের উদ্দীপকটি পড়মনিমার কলেজটি ৩ তলা তাদের কম্পিউটার শিক্ষক সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন তলায় অবস্থিত তাদের সকল কম্পিউটার একইনেটওয়ার্কের আওতায় আনবেন। নেটওয়ার্ক চালু হলে মনিমারা যে সুবিধা পাবে- [দি.বাে, ২০১৭]i. সবাই সফটওয়ারসমূহ ব্যবহার করতে পারবে।ii. সকল কম্পিউটারের কাজের মধ্যে সমন্বয় করতে পারবে।iii. এক কম্পিউটারের ডিভাইস অন্য কম্পিউটারে স্থানান্তর করতে পারবে।নিচের কোনটি সঠিক? i,ii ও iii i ও iii ii ও iii i ও ii 14 / 25 14. নিচের উদ্দীপকটি পড়একটি রুমে থাকা ল্যাপটপগুলাে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়।উদ্দীপকে উল্লিখিত নেটওয়ার্ক হবে কোনটি? [ঢা. বাে, ২০১৭] WLAN WWAN WPAN WMAN 15 / 25 15. নিচের উদ্দীপকটি পড়কলেজের বিজ্ঞান ভবনে বিশটি কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত করা হলাে। ২০১৮ সালে শিক্ষা সচিব মহােদয় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উক্ত ভবনে অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন করেন।উদ্দীপকের নেটওয়ার্কে ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মােড কোনটি? [ব, বাে, ২০১১] সিমপ্লেক্স ফুল-ডুপ্লেক্স মাল্টিকাস্ট হাফ-ডুপ্লেক্স 16 / 25 16. সর্ববৃহৎ এলাকা জুড়ে কোন নেটওয়ার্কটি তৈরি হয়? LAN MAN PAN WAN 17 / 25 17. পাশাপাশি দুটি ভবনের বিভিন্ন তলায় অবস্থিত ৫টি কম্পিউটারথেকে ১টি প্রিন্টারে প্রিন্ট সুবিধা প্রদান করতে হলে কোন ধরনের প্রযুক্তি সেবা সর্বাধিক যুক্তিযুক্ত? [ম.বাে, ২০১৭] PAN WAN MAN LAN 18 / 25 18. হাইব্রিড নেটওয়ার্ক কিসের সমন্বয়ে গঠিত? LAN ও MAN ডিস্ট্রিবিউটেড ও সেন্ট্রালাইজড নেটওয়ার্ক ক্লায়েট সার্ভার ও সেন্ট্রালাইজড নেটওয়ার্ক পিয়ার-টু-পিয়ার ও ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক 19 / 25 19. নিচের উদ্দীপকটি পড়কলেজের বিজ্ঞান ভবনে বিশটি কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত করা হলাে। ২০১৮ সালে শিক্ষা সচিব মহােদয় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উক্ত ভবনে অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন করেন।উদ্দীপকে বর্ণিত ভবনে ব্যবহৃত নেটওয়ার্কটি কোন ধরনের? [ব, বাে, ২০১৯] LAN PAN MAN WAN 20 / 25 20. নিচের উদ্দীপকটি পড়একটি রুমে থাকা ল্যাপটপগুলাে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়। উদ্দিপকেকের নেটওয়ার্কটি-- [ঢা. বাে, ২০১৭]i. ক্যাবলের মাধ্যমেii. ক্লায়েন্ট সার্ভারiii. ওয়াইফাই-এর মাধ্যমে।নিচের কোনটি সঠিক? i,ii ও iii ii ও iii i ও iii i ও ii 21 / 25 21. দশটি কম্পিউটার একটি তারের সংযুক্ত থাকলে সেটি কোন ধরনের নেটওয়ার্ক? [ম-বাে, ২০১৭] রিং স্টার হাইব্রিড বাস 22 / 25 22. CAN এর বিস্তিতি কত মিটার পর্যন্ত? ১-১০০ কি.মি ১-৭ কি.মি. ১-১০ কি.মি. ১-৫ কি.মি 23 / 25 23. নেটওয়ার্ককে মালিকানার ভিত্তিতে কত ভাগে শ্রেণিবিভাগ করা যায়? ৩ ২ ৫ ৪ 24 / 25 24. WAN নেটওয়ার্ক মূলত একটিi. বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা।ii. শহরকেন্দ্রিক নেটওয়ার্ক ব্যবস্থাiii. নিকটবর্তী নেটওয়ার্ক ব্যবস্থানিচের কোনটি সঠিক? i ও iii i,ii ও iii i ii ও iii 25 / 25 25. নিচের উদ্দীপকটি পড়মনিমার কলেজটি ৩ তলা তাদের কম্পিউটার শিক্ষক সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন তলায় অবস্থিত তাদের সকল কম্পিউটার একইনেটওয়ার্কের আওতায় আনবেন। কলেজটির নেটওয়ার্ক গড়ে উঠতে পারে-- [দি.বাে, ২০১৭]i. ক্যাবল ব্যবহারের মাধ্যমে।ii. স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমেiii. রেডিও লিঙ্ক ব্যবহারের মাধ্যমে।নিচের কোনটি সঠিক? i,ii ও iii ii ও iii i ও iii i NameEmailPhone Number Your score isThe average score is 22% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz {{#message}}{{{message}}}{{/message}}{{^message}}Your submission failed. The server responded with {{status_text}} (code {{status_code}}). Please contact the developer of this form processor to improve this message. Learn More{{/message}}{{#message}}{{{message}}}{{/message}}{{^message}}It appears your submission was successful. Even though the server responded OK, it is possible the submission was not processed. Please contact the developer of this form processor to improve this message. Learn More{{/message}}Submitting… Share this: