মডেল টেস্ট-05 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
65

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. কোন কারণে সর্ট-এর তেমন ব্যবহার নেই?

2 / 25

2. Insert ও Update কমান্ড SQL এর কোন সুবিধার অন্তর্ভুক্ত?

3 / 25

3. একটি ডিকোডারের আউটপুট ৩২ পেতে চাইলে, ইনপুট কত দিতে হবে?

4 / 25

4. বুলিয়ান যােগ, 1+1 = কত?

5 / 25

5. সত্যক সারণি কোনো গেটকে প্রতিনিধিত্ব করে ?

6 / 25

6. এনকোডারের ইনপুট হচ্ছে [চ, বাে, ২০১৭]
i. অক্টাল সংখ্যা
ii. দশমিক সংখ্যা
iii. হেক্সাডেসিমেল সংখ্যা
নিচের কোনটি সঠিক?

7 / 25

7. BABA সংখ্যাটির সমতুল্য দশমিক সংখ্যা কত?

8 / 25

8. (AID)₁₆ এর সমকক্ষ বাইনারি সংখ্যা কত?

9 / 25

9. হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির E ডিজিটের সমতুল্য ডেসিমাল সংখ্যা কোনটি?

10 / 25

10. উপরিউক্ত যুক্তি বর্তনীটি কোন গেইট নির্দেশ করে?

11 / 25

11. NAND গেইটের তৈরীতে কোন গেট ব্যাবহৃত হয় ?

12 / 25

12. হাফ অ্যাডারের ক্ষেত্রে থাকে –
i. ২টি আউটপুট
ii. ২টি ইনপুট
iii. ৩টি ইনপুট

নিচের কোনটি সঠিক?

13 / 25

13. কোন টপােলজিতে দ্বিমুখী ডেটা প্রবাহ পরিলক্ষিত হয়?

14 / 25

14. ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কমিউনিকেশনের কয়টি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?

15 / 25

15. হাফ-ডুপ্লেক্স এর উদাহরণ কোনটি?

16 / 25

16. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলাে-

17 / 25

17. মাইক্রোওয়েভের স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি কত?

18 / 25

18. কোনটি বায়ােইনফরমেটিক্স পদ্ধতিতে সফটওয়্যার টুলস হিসেবে ব্যবহৃত হয়?

19 / 25

19. বিশ্বগ্রাম ধারনার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত ?
{ঢা-2016}

20 / 25

20. উদ্দীপকের আলোতে
বিলুর মামা কম্পিউটার বিজ্ঞানী। বিলু একদিন মামার ল্যাবে বেড়াতে গেলে মামা তার শরীরে নানা যন্ত্রপাতি লাগিয়ে দিতেই
বিলু দেখতে পেল-সে কক্সবাজার সমুদ্র সৈকতে বসে আছে। বিলু
হাত দিয়ে পানি স্পর্শ করে দেখল সত্যি তার হাত পানিতে ভিজে
যাচ্ছে।

বিলুর হাতে পানির অনুভূতি সৃষ্টি করছে নিচের কোনাটি ?

21 / 25

21. হার্বাট মার্শার ম্যাকলুহান ছিলেন একজন___

22 / 25

22. উদ্দীপকের আলোতে
সম্প্রতি ইসলামি বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞানের ছাত্র শামীম দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করেন, যেটি উঁচু- নিচু জায়গায় চলাচল করতে এবং ভিডিও করে পাঠাতে পারবে ।
শামীম যন্ত্রটিকে কোন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেন? [ম.১৬]

23 / 25

23. মিথ্যা সংবাদ বা বিদ্বেষমূলুক প্রচারণা মোকাবেলার জন্য আমাদের দেশে প্রয়োজন---
i.এআই নির্ভর নিজস্ব নিউজ সার্ভার
ii. নেটওয়ার্ক ও নিরাপত্তা ব্যবস্থার সম্প্রসারণ
iii. শক্তিশালী নেটওয়ার্ক

নিচের কোনটি সঠিক ?

24 / 25

24. ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে-- [য.বো.২০১৯]
i. সামরিক ক্ষেত্রে
ii. প্রশিক্ষণে
iii. শিক্ষা ক্ষেত্রে

25 / 25

25. ইন্টারনেটের মাধমে ব্যাবসায় পরিচালনা করাকে কি বলে ?

Your score is

The average score is 37%

0%

Previous articleমডেল টেস্ট-04 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-06 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।