মডেল টেস্ট-04 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
65

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. Y এর মান কোনটি?

2 / 25

2. ভগ্নাশযুক্ত সংখ্যার র্যাডিক্স পয়েন্টের বামদিকের অংশকে কী বলে?

3 / 25

3. (127)₁₀ = (x)₈ হলে X = ?

4 / 25

4. কোনটি বুলিয়ান অ্যালজেবরার মৌলিক উপপাদ্য? [সি. বাে. ২০১৯]

5 / 25

5. ব্যবহৃত চিকিৎসা পদ্ধতিতে-- [ব, বো, ২০১৬]
i. চিকিৎসা ব্যয় তুলনামূলকভাবে কম।
ii. অপারেশনের ধকল সহ্য করতে হয় না।
iii. আশেপাশের কোষের ক্ষতি হয় না।

নিচের কোনটি সঠিক?

6 / 25

6. মহাকাশে প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী?

7 / 25

7. বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইন চিকিৎসাসেবা পাওয়ার জন্য টেলিমেডিসিন সংক্রান্ত ওয়েবসাইট হলো --
i. Teladoc ii.MDlive
iii. Epic care

8 / 25

8. বিশ্বগ্রাম বলতে বোঝায়?
(ব-16)
(1)রিয়েল টাইম বিনিময়
(2)তথ্য ও বিনোদনের সহজলভ্যতা
(3) বিশ্বের গ্রামসমুহের আন্তঃসর্ম্পক

9 / 25

9. বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত ?

10 / 25

10. GM0-বলতে কি বােঝায়?

11 / 25

11. HTML ভাষায় –
i. সবচেয়ে ছােট লেখা h6
ii. প্যারাগ্রাফ শুরুর ট্যাগ

iii. লাইন ব্রেক ইন্ড ট্যাগ নেই।
নিচের কোনটি সঠিক?

12 / 25

12. https://-এর ও কী নির্দেশ করে?

13 / 25

13. কোন প্রজন্মের মােবাইলে সর্বপ্রথম MMS সার্ভিস চালু হয়? [ঢা. বাে. ২০১৯]

14 / 25

14. কোন নেটওয়ার্কের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ডেটা পরিবহণের সক্ষমতাকে বলে -

15 / 25

15. সিমপ্লেক্স পদ্বতির উদাহরণ হলো--

16 / 25

16. সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কম্পিউটারে প্রাইমারি স্টোরেজ হিসেবে ব্যবহৃত হয়--
i. CPU মেমোরি
ii. ক্যাশ মেমােরি।
iii. RAM
নিচের কোনটি সঠিক ?

17 / 25

17. Insert ও Update কমান্ড SQL এর কোন সুবিধার অন্তর্ভুক্ত?

18 / 25

18. প্রত্যেকটি এট্রিবিউটে যে মান থাকে, তাকে কী বলে?

19 / 25

19. উৎস প্রোগ্রমকে একত্রে বস্তু প্রোগ্রামে রুপান্তর করে কোনটি ?

20 / 25

20. মেশিন ভাষার সুবিধা কোনটি ?

21 / 25

21. সি প্রােগ্রামিং ভাষায় দুটি সংখ্যার তুলনা করার জন্য ব্যবহৃত একটি রিলেশনাল অপারেটর হলাে–

22 / 25

22. কোন লুপটি কমপক্ষে একবার চলবে?

23 / 25

23. নিচের উদ্দীপকটি পড়
হাসান সাহেব একাউন্টিং সফটওয়্যার তৈরির সময় প্রতিটি মডিউল ছােট ছােট করে বিভক্ত করে সমাধানের ধাপ নির্ধারণ করেন। কিন্তু সফটওয়্যারটি তৈরির পর সেটি পরীক্ষা করে দেখা যায়, প্রদত্ত ডেটার জন্য ফলাফল ভুল প্রদর্শিত হচ্ছে।

উদ্দীপকে হাসান সাহেব কোন টুলগুলােকে নির্দেশ করেছেন?
i. প্রােগ্রাম কোডিং
ii. অ্যালগরিদম
iii. ফ্লোচার্ট
নিচের কোনটি সঠিক?

24 / 25

24. C ভাষায় লাইব্রেরি ফাংশন হলাে— [ঢা. বাে.-১৯]
i. printf()
ii. scanf()
iii. add ()
নিচের কোনটি সঠিক?

25 / 25

25. প্রােগ্রাম লিখতে মেশিন ভাষা ব্যবহার করা হলে- [ব. বাে-১৯]
i. প্রােগ্রাম পরিবর্তন করা কষ্টসাধ্য হয়
ii. দক্ষ প্রােগ্রামার প্রয়ােজন হয়।
iii. প্রােগ্রাম দ্রুত নির্বাহ হয়।
নিচের কোনটি সঠিক?

Your score is

The average score is 37%

0%

Previous articleমডেল টেস্ট-03 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-05 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।