সরকারি সিটি কলেজ ,চট্টগ্রাম ,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।

১. অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করার কৌশল হল-

i. Modulation

ii. Demodulation

iii. Synchronization

নিচের কোনটি সঠিক?

২. ব্লুটুথ এর মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি করা হয়?

৩. চিত্রে Q = Q1 হবে যখন-

i. A=1,B=1,C=1,D=1

ii. A=0,B=1,C=1,D=1

iii.A=1,B=0,C=0,D=1

নিচের কোনটি সঠিক?

OR গেইট ও NOT গেইট মিলে কোন গেইট হয়?

নিচের উদ্দীপকের আলোকে ৫নং প্রশ্নের উত্তর দাও :

৫. উপরের ডিজিটাল সংকেতটির হেক্সাডেসিমেল মান হবে-

৬. উক্ত অফিসের নেটওয়ার্কে টপোলজি কী?

৭. উক্ত নেটওয়ার্কে ফুল ডুপ্লেক্স মোডের জন্য দরকার-

i. সুইচ স্থাপন করা

ii. ট্রান্সমিশন মাধ্যমের পরিবর্তন করা

iii. কম্পিউটার পরিবর্তন করা

নিচের কোনটি সঠিক?

নিচের উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও :

বিশিষ্ট বিজ্ঞানী ‘ক’ দীর্ঘদিন যাবৎ আমের উপর গবেষণা করছেন। তিনি এক্ষেত্রে কম্পিউটার প্রযুক্তির পাশাপাশি এমন সব প্রযুক্তি ব্যবহার করছেন যার মাধ্যমে আশা করা যাচ্ছে অচিরেই আমের একটি উন্নত জাত পাওয়া যাবে।

৮. উল্লেখিত প্রযুক্তি হচ্ছে

i. জেনেটিক ইঞ্জিনিয়ারিং

ii. বায়োইনফরমেট্রিক্স

iii. বায়োমেট্রিক্স

নিচের কোনটি সঠিক?

৯. উদ্দীপকের কর্মকান্ড-

i. তথ্য প্রযুক্তিকে এগিযে নিবে

ii. অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে

iii. জীববৈচিত্র্যের সৃষ্টি হবে

নিচের কোনটি সঠিক?

EEEF এর পরের সংখ্যা কোনটি?
চিত্রে P এর মান কত?
১২. চিত্রে ANDগেইটর এর পরিবর্তে কোন গেইট বসালে P = 1 হবে?

নিচের চিত্রটি লক্ষ কর এবং ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও :

এখানে S=?

A=1,B=0,C=1 হলে S=?Co=?
১৫. জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থায় কম্পিউটার প্রযুক্তি প্রয়োগই হলো
১৬. কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি?

১৭. বায়োমেট্রিক্স ব্যবহৃত হয়-

i. পাসপোর্টে

ii. জাতীয় পরিচয় পত্রে

iii. নিরাপত্তা ব্যবস্থায়

নিচের কোনটি সঠিক?

নিচের কোডটি লক্ষ কর এবং ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :

# include <stdio.h>

main ( )

int a,s=0;

for(a=1;a<=10;a++)

s=s+a;

printf("%d",s);

}

প্রোগ্রামটির আউটপুট কত?

"a" মানের কোন পরিবর্তনে 45 আউটপুট হবে?
২০. Printf() ফাংশনের জন্য প্রয়োজনীয় হেডার ফাইল কোনটি?

y=p2x+2/3 এর সমতুল্য সি এক্সপ্রেশন হলো-

i.y=(pow(p,2))*x+2/3

ii.y=(pow(p,2))*x+2/3

iii.y=(p*2)*x+2/3

নিচের কোনটি সঠিক?

২২. রিলেশন ডেটা মডেলের প্রবর্তক কে?

২৩. উদ্দীপক টেবিলের ফিল্ড রিলেশনে ভূমিকা রাখতে পারে-

i. E_ID

ii. Name

iii. Mobile No

নিচের কোনটি সঠিক?

getch () এর জন্য প্রয়োজনীয় Header file কোনটি?
DNS এর পূর্ণরূপ কোনটি?
সরকারি সিটি কলেজ ,চট্টগ্রাম ,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}
Previous articleবান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।
Next articleবি এ এফ শাহীন কলেজ ,চট্টগ্রাম ,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।