Site icon hscict.com.bd

hscict

(ক) কোড কী(ঢাকা,যশোর,সিলেট ও দিনাজপুর বোর্ড ২০১৮)

উত্তর:যে প্রক্রিয়ার মাধ্যমে বা সংকেতের মাধ্যমে বর্ণ,অঙ্ক ও সংখ্যাগুলোকে বাইনারি সংখ্যায় প্রকাশ করার ব্যবস্থা করা হয় তাই কোড।

(খ) ৩ ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখা কর।

উত্তর:যে সংখ্যা পদ্ধতি ৩টি অঙ্ক বা চিহ্ন ব্যাবহার করা হয় তাকে ৩ ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয়।৩ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে ০,১ ও ২ এ তিনটি অঙ্ক ব্যাবহার করা হয়।এ সংখ্যা পদ্ধতির ভিত্তি ৩।

Exit mobile version