রাজশাহী বোর্ড ২০১৭ প্রশ্নপত্র

(ক) ইউনিকোড কী ?(রাজশাহী বোর্ড ২০১৭)

উত্তর:বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো একটি মান তৈরী করেছে।এ মানই ইউনিকোড।

(খ) কোন যুক্তিতে ১+১=১ এবং ১+১=১০ হয় ব্যাখা কর।(রাজশাহী বোর্ড ২০১৭ )

উত্তর:১+১=১ এটি একটি লজিক্যাল বা যৌক্তিক যোগ যা OR(+)গেইট দ্বারা বাস্তবায়ন করা যায়।OR(+) গেইট ইপুটগুলোর মধ্যে যে কোন একটি ইনপুটের মান ১ হলেই আউটপুট ১ হয়।অপরদিকে ১+১=১০ কারণ এটি বাইনারি যোগফল।পার্থক্য হলো দশমিক যোগে ১+১=২ হয়।এখানে দশমিক পদ্ধতির ২ এর সমান বাইনারি পদ্ধতির দুই (১০) হয়েছে।

Previous articleঢাকা বোর্ড ২০১৭ প্রশ্নপত্র
Next articleরাজশাহী বোর্ড ২০১৭ প্রশ্নপত্র