প্রশ্ন. WIMAX ব্যবহারের কী কী সুবিধা আছে? (অনুধাবন)

উত্তর: WIMAX ব্যবহারের সুবিধা নিচে দেওয়া হলো-
১. শতাধিক ব্যবহারকারী একক বেস স্টেশন ব্যবহার করতে পারে।
২. নতুন ব্যবহারকারী অধিক দ্রুত যোগাযোগ করতে পারে।
৩. সাধারণত ১০ শস থেকে ৫০ শস পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে।
৪. প্রত্যন্ত অঞ্চলেও সেবা পাওয়া যায়।
৫. নিরাপদ ইন্টারনেট সংযোগ সুবিধা প্রদান করা যায়।

Previous articleপ্রশ্ন. হাবের পরিবর্তে সুইচ ব্যবহার করলে কী সুবিধা পাওয়া যায়- ব্যাখ্যা কর। (অনুধাবন)
Next articleপ্রশ্ন. WAN ও Internet সমার্থক- ব্যাখ্যা কর। (অনুধাবন)