প্রশ্ন ৭. প্রাইমারি কী কাকে বলে?

উত্তর : কোনো ফাইলে সাধারণত এক বা একাধিক ফিল্ড থাকে। এ ফিল্ডগুলোর মধ্যে কমপক্ষে একটি ফিল্ড থাকবে যার ডেটাগুলো অদ্বিতীয় অর্থাৎ ঐ ফিল্ডের প্রতিটি ডেটা ভিন্ন ভিন্ন হবে এবং ঐ ফিল্ডের কোনো ডেটা ফাঁকা থাকতে পারবে না। এ ধরনের ফিল্ডকে প্রাইমারি কী বলে।

Previous articleপ্রশ্ন : এনক্রিপ্টশন কী?
Next articleপ্রশ্ন ৮. সর্টিং কী?