প্রশ্ন. ওয়েব পেইজ ডিজাইনে HTML এর গুরুত্ব ব্যাখ্যা কর। (অনুধাবন)

উত্তর: ওয়েব পেইজ ডিজাইনে এইচটিএমএল এর অনেক গুরুত্ব রয়েছে। কারণ এইচটিএমএলের সাহায্যে-
১. কোনো পেইজের তথ্যকে যেকোনা স্থানে সরানো যায়।
২. প্রতিটি ব্রাউজার HTML সমর্থন করে।
৩. শেখা ও ব্যবহার করার পদ্ধতি সহজ।
৪. পেইজের সাইজ কম হওয়ায় খরচ কম পড়ে।

Previous articleপ্রশ্ন. হোস্টিং ওয়েবসাইট পাবলিকেশনের একটি গুরুত্বপূর্ণ ধাপ- বুঝিয়ে লেখ। (অনুধাবন)
Next articleপ্রশ্ন. ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয় কেন? (অনুধাবন)