Site icon hscict.com.bd

মাদরাসা বোর্ড ২০১৮ প্রশ্নপত্র

hscict

(ক) ডি মরগ্যানের উপপাদ্য কী?(মাদরাসা বোর্ড ২০১৮)

উত্তর:ফরাসী গণিতবিদ ডি মরগ্যান বুলিয়ান অ্যালজেবরার ক্সেত্রে দুটি বিশেষ সুত্র বা উপপাদ্য উদ্ভাবন করেন।এ সুত্র দুটিকে ডি মরগ্যানের সুত্র বা উপপাদ্য বলে।

(খ) রেজিস্টারের প্রয়োজনীয়তা ব্যাখা কর।

উত্তর:রেজিস্টারের প্রয়োজনীয়তা-

১.ইনপুট যন্ত্র ও সিপিইউ এর মধ্যে ইনপুট বাফার করা হয়।

২.সিপিইউ ও আউটপুট যন্ত্রের মধ্যে আউটপুট বাফার করা হয়।

৩.সিপিইউ এর অন্তর্গত সকল তথ্য সাময়িকভাবে জমা রাখে।

৪.রেজিস্টারের ফ্লিপ ফ্লপ বাইনারি তথ্য সংরক্ষণ করে।

৫.ক্যাশ মেমোরি হিসেবে রেজিস্টার ব্যবহৃত হয়।

Exit mobile version