(ক) ডি মরগ্যানের উপপাদ্য কী?(মাদরাসা বোর্ড ২০১৮)
উত্তর:ফরাসী গণিতবিদ ডি মরগ্যান বুলিয়ান অ্যালজেবরার ক্সেত্রে দুটি বিশেষ সুত্র বা উপপাদ্য উদ্ভাবন করেন।এ সুত্র দুটিকে ডি মরগ্যানের সুত্র বা উপপাদ্য বলে।
(খ) রেজিস্টারের প্রয়োজনীয়তা ব্যাখা কর।
উত্তর:রেজিস্টারের প্রয়োজনীয়তা-
১.ইনপুট যন্ত্র ও সিপিইউ এর মধ্যে ইনপুট বাফার করা হয়।
২.সিপিইউ ও আউটপুট যন্ত্রের মধ্যে আউটপুট বাফার করা হয়।
৩.সিপিইউ এর অন্তর্গত সকল তথ্য সাময়িকভাবে জমা রাখে।
৪.রেজিস্টারের ফ্লিপ ফ্লপ বাইনারি তথ্য সংরক্ষণ করে।
৫.ক্যাশ মেমোরি হিসেবে রেজিস্টার ব্যবহৃত হয়।