Site icon hscict.com.bd

প্রশ্ন. সংখ্যা পদ্ধতির বেজ ব্যাখ্যা কর। (অনুধাবন)

উত্তর: কোনো সংখ্যা পদ্ধতিকে লিখে প্রকাশ করার জন্য যতগুলো মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় তার সমষ্টিকে বলা হয় ঐ সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি। যেমন- বাইনারি সংখ্যাকে প্রকাশ করার 2টি অঙ্ক এবং 1 ব্যবহার করা হয়। এ জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ 2। তদ্রƒপ দশমিক সংখ্যায় 10টি অঙ্ক ব্যবহার করা হয় এ জন্য দশমিক সংখ্যার বেজ হচ্ছে 10।

Exit mobile version